ভারতীয় ক্রিকেটারদের ইনজুরি সমস্যায় আইপিএলের দায় দেখছেন শাস্ত্রী

বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত ভারতীয় শিবির। জাসপ্রিট বুমরাহ, রবীন্দ্র জাদেজার পর ছিটকে গেছেন দীপক চাহারও।
ravi shastri
ফাইল ছবি: এএফপি

বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত ভারতীয় শিবির। জাসপ্রিট বুমরাহ, রবীন্দ্র জাদেজার পর ছিটকে গেছেন দীপক চাহারও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসরের আগে দলের এমন পরিস্থিতিতে হতাশ সাবেক ভারতীয় কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী।

সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, 'ভারতের কোচ হিসেবে আমার জন্য সবচেয়ে হতাশার ছিল ইনজুরির কারণে মূল খেলোয়াড়দের না পাওয়া। আমরা দুইবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে সফর করলাম। কিন্তু ভুবনেশ্বর ইনজুরিতে ছিল। তার স্কিল দিয়ে সে সেখানে প্রচুর উইকেট পেতে পারত।'

শাস্ত্রী আরও বলেন, 'আবার দেখুন চাহার খুব একটা খেলেইনি, সেও ইনজুরিতে পড়ল। আমি পরিসংখ্যান দেখছিলাম। সর্বশেষ বিশ্বকাপের পর বুমরাহ মাত্র ৫ ম্যাচ খেলেছে। তবু সে ইনজুরিতে। আপনাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বিষয়গুলো। বুঝতে হবে কেন এমনটা হচ্ছে।'

ক্রিকেটারদের কখন খেলাতে হবে আর কখন বিশ্রাম দিতে হবে সেটা বোর্ডকে বুঝতে হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। প্রয়োজনে আইপিএলের কিছুটা সময় ক্রিকেটারদের মাঠের বাইরে রাখার পরামর্শ দেন তিনি। এমন কাজে বোর্ড প্রেসিডেন্টের সরব ভূমিকা থাকা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

শাস্ত্রী বলেন, 'এখন যে পরিমাণ খেলা হয় তাতে ক্রিকেটারদের খেলার পরিমাণের ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিসিসিআই প্রেসিডেন্ট বড় ভূমিকা পালন করতে পারেন। যদি ভারতের জন্য খেলার জন্য একজন খেলোয়াড়কে কিছু সময় আইপিএল থেকে দূরে থাকতে হয় সেটাই হওয়া উচিৎ। বিসিসিআই প্রেসিডেন্ট ফ্র্যাঞ্চাইজির সাথে বসে বলতেই পারেন, সে আগে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ; ফ্র্যাঞ্চাইজি তার পরে।'

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

43m ago