এশিয়া কাপ জয় এগিয়ে রাখবে শ্রীলঙ্কাকে, দলের সবার অবদান চান ফিঞ্চ

আজ শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ অংশ নেওয়া ১৬টি দেশের অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন। সেখানে নিজেদের বিশ্বকাপ ভাবনা জানিয়েছেন সকল কাপ্তানরা। এশিয়া কাপ জয় শ্রীলঙ্কাকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
শ্রীলঙ্কা অধিনায়ক বলেন, 'দারুণ একটা এশিয়া কাপের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আমাদের ব্যাটিংয়ে ফোকাস করছি। গ্রীষ্মের শুরুতে কন্ডিশন কিছুটা ভিন্ন হতে পারে। এছাড়া বোলাররাও ভালো অবস্থায় আছে। চামিরা ও লাহিরু কুমারা আমাদের মাঝে ফিরে এসেছে যা আমাদের বাড়তি সুবিধা দেবে।'
নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারলে সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন শানাকা। এ বিষয়ে তিনি বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি কখনোই আগে থেকে জানবেন না কে কখন ভালো করবে। আমি মনে করি যে দল ঐ দিনে ভালো করবে তারাই জিতবে।'
একই সুর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কণ্ঠেও, 'টুর্নামেন্টে যেকোন দিন যেকোন কিছু ঘটতে পারে। দলগুলো দেখলে বোঝা যায় সবারই প্রচুর ম্যাচ উইনার রয়েছে।'
এদিকে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে সুযোগ প্রথম দল হিসেবে টানা দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। ধ্বংসাত্মক ব্যাটার টিম ডেভিডের সংযোজন আরও শক্তিশালী করেছে অজিদের ব্যাটিং অর্ডার। কাপ্তান অ্যারন ফিঞ্চ বিশ্বাস করেন বিশ্বকাপ জিততে হলে শুধু ১১ জন নয়, স্কোয়াডের প্রত্যেকেরই রাখতে হবে অবদান।
ফিঞ্চ বলেন, 'শুধু ১১ জন আপনাকে বিশ্বকাপ এনে দিতে পারবে না। সবারই অবদান রাখতে হবে। আমার মনে হচ্ছে সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে আমাদের। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে।'
আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এর আগে আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব। আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও নামিবিয়া।
Comments