ক্রিকেট

বিতর্কিত পোস্টের জেরে এক মাস নিষিদ্ধ রানা

চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা রানাকে এক মাস নিষিদ্ধের খবর জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বোর্ড জানায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে রানার সাজা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
mehedi hasan rana

সম্ভাবনাময় পেসার হিসেবে বিসিবির রাডারে অনেকদিন ধরেই আছেন মেহেদী হাসান রানা। বাঁহাতি এই পেসার বিপিএলেও আলো ছড়িয়েছেন। তবে এবার খবরে এলেন বিতর্কিত ঘটনায়। দল নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জেরে তাকে এক মাস নিষিদ্ধ করেছে বিসিবি।

চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা রানাকে এক মাস নিষিদ্ধের খবর জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বোর্ড জানায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে রানার সাজা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।

নিজের স্বীকৃত ফেসবুক পাতায় গত ১১ অক্টোবর বিতর্কিত পোস্ট করেন ২৫ পেরুনো এই পেসার। জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করে নির্বাচকদের সমালোচনা করেন তিনি। তিনি লেখেন, এক বোর্ড পরিচালক তাকে 'এ' দলে খেলার কথা বলেছিলেন। পরে ১০-১২ বার ফোন করেও সেই পরিচালককে আর পাওয়া যায়নি।  পরে ওই পোস্ট নিজের দেয়াল থেকে মুছে দেন তিনি। 

বিবৃতিতে বিসিবি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিকে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন এই পেসার। বিসিবির স্থানীয় চুক্তিতে থাকা ও তালিকাভুক্ত ক্রিকেটার হিসেবে তিনি তা করতে পারেন না। নিষিদ্ধের পাশাপাশি অবিবেচনাপূর্ণ এই কাণ্ডের জন্য রানাকে সতর্কও করেছে বিসিবি। এই নিষেধাজ্ঞার ফলে চলমান জাতীয় লিগের খেলায় থাকতে পারবেন না তিনি।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago