ভারতের আপত্তিতে পাকিস্তান থেকে সরতে পারে আগামী এশিয়া কাপ

Jay Shah
এসিসি সভাপতি জয় শাহ। ফাইল ছবি

রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানের সঙ্গে অনেকদিন ধরেই দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না ভারত। অবশ্য আইসিসি বা এসিসি ইভেন্টে নিয়মিতই মুখোমুখি হচ্ছে তারা। তবে সেসব লড়াইও নিরপেক্ষ ভেন্যু ছাড়া হওয়ার বাস্তবতা নেই। কারণ আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আগামী বছর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে দেশটি থেকে টুর্নামেন্টটি সরে যেতে পারে। কারণ  ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব ও এসিসি সভাপতি জয় শাহ জানান, নিরপেক্ষ ভেন্যুতেই খেলা চান তারা।

মঙ্গলবার মুম্বাইতে বিসিসিআইর বার্ষিক সাধারণ সভা শেষে গণমাধ্যমকে জয় বলেন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, 'আমরা সেখানে (পাকিস্তানে) যাই না, তারাও এখানে (ভারতে) আসে না। আগেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে। ২০২৩ এশিয়া কাপও তেমনটি হবে।'

ভারত-পাকিস্তানের নিজেদের মধ্যে সফর বন্ধ সেই ২০১৩ সাল থেকে। সেবার ভারতে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে গিয়েছিল পাকিস্তান। পরের ৯ বছরে আর হয়নি দ্বি-পাক্ষিক সিরিজ। ২০০৭ সালে দুদল শেষবার টেস্ট খেলেছিল। এরপর আর টেস্টেও দেখা হচ্ছে না।

২০০৮ সালে সর্বশেষ পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যায় ভারত। দেশটিতে ২০০৬ সালে তারা খেলেছে শেষবার টেস্ট। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান গিয়েছিল ভারতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক ভারত। ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজী না হয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা তা নিয়েও তৈরি হতে পারে নাটকীয়তা।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরের মতো একই গ্রুপে রাখা হয়েছে  চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে। আগামী রোববার মেলবোর্নে বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে নামবেন রোহিত শর্মা-বাবর আজমরা।

Comments

The Daily Star  | English

Inside the lives of ride-sharing drivers

On the bustling streets of Dhaka, where traffic moves like molasses and the air hangs heavy with exhaust fumes, a new breed of urban warriors has emerged.

13h ago