বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি-আমির জুটি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে আগেভাগে দল সাজাতে শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত তারা যাদেরকে অন্তর্ভুক্ত করেছে, তাতে মিলছে তারার হাট বসার আভাস। স্থানীয় ক্রিকেটার হিসেবে সরাসরি দলটি নিয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। আর সরাসরি চুক্তিবদ্ধ করা চার বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির।
বুধবার রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠান। সেখানে দলটির মালিক ও কোচিং স্টাফদের পরিচয় করিয়ে দেওয়া হয় গণমাধ্যমের কাছে। তাছাড়া, সরাসরি দলে টানা দেশি ও বিদেশি খেলোয়াড়দের নামও জানানো হয়।
আগামী বিপিএলে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি খেলবেন সিলেটের হয়ে। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে তিনি খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, মিনিস্টার গ্রুপ ঢাকা, রংপুর রাইডার্স ও জেমকন খুলনার হয়ে। চারবার দলকে শিরোপা জিতিয়ে তিনি বিপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক।
পাকিস্তানের বাঁহাতি পেসার আমির ছাড়া সরাসরি অন্তর্ভুক্ত হওয়া বিদেশি ক্রিকেটারদের বাকিরা শ্রীলঙ্কার। তারা হলেন পেস অলরাউন্ডার থিসারা পেরেরা ও দুই স্পিন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।
সিলেটের টিম ম্যানেজারের দায়িত্বে থাকছেন নাফিস ইকবাল। সহকারি ও ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে রাজিন সালেহকে। ফাস্ট বোলিং কোচ হিসেবে সৈয়দ রাসেল ও স্পিন বোলিং কোচ হিসেবে মুরাদ খান কাজ করবেন। ডলার মাহমুদ পেয়েছেন ফিল্ডিং কোচের দায়িত্ব। দলটির প্রধান কোচ এখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরকে এই পদে আনার প্রক্রিয়া চলছে।
বিপিএলের নবম আসর মাঠে গড়াবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়েছে। তিনটি ভেন্যুতে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৬টি ম্যাচ।
Comments