জাতীয় লিগে বৃষ্টির দাপট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কবলে পড়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ। চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচে তো টসও অনুষ্ঠিত হতে পারেনি। এক ম্যাচে বল গড়িয়েছে মাত্র একটি। অপর ম্যাচে ২৩.৩ ওভার চললেও দিনের বাকি সময় যায় বৃষ্টির পেটে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কবলে পড়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ। চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচে তো টসও অনুষ্ঠিত হতে পারেনি। এক ম্যাচে বল গড়িয়েছে মাত্র একটি। অপর ম্যাচে ২৩.৩ ওভার চললেও দিনের বাকি সময় যায় বৃষ্টির পেটে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ। ২২৪তম ওভারের মাঝে বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। এর আগে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করে ঢাকা। আব্দুল মজিদ ২৬ ও রকিবুল হাসান ১২ রানে ব্যাটিং করছিলেন। ইয়াসিন আরাফাতের তোপে ব্যক্তিগত ৮ রানে রনি তালুকদার ও ১ রানে মাহিদুল ইসলাম অংকন আউট হয়ে যান।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হয়নি। একই পরিস্থিতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচটিও।

তবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচে কেবল টসই অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। তবে মাঠে নামার পর মাত্র এক বল পরই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামলে বাকি সময়ের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা।  

Comments

The Daily Star  | English
Bangladesh Government logo

Govt cancels 8 national days including historic 7th March

The interim government has announced the cancellation of eight significant national days, including the one commemorating the historic March 7 speech of Bangabandhu

2h ago