তামিল নাড়ুতে মিঠুনের অপরাজিত ১৫৬ রানের ইনিংস

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন আগেই। বাংলাদেশ 'এ' দলের হয়েও তেমন জ্বলে উঠতে পারছিলেন না। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষেও ছিলেন ব্যর্থ। তবে তামিল নাড়ুতে জ্বলে উঠেছেন মোহাম্মদ মিঠুন। খেলেছেন হার না মানা ১৫৬ রানের ইনিংস। তার ইনিংসে ভর করে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ 'এ' দল।

এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২৬৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৮২ রান তুলে দিন শেষ করেছে তামিল নাড়ু।

বুধবার সতীর্থরা তেমন সাহায্য করতে না পারলেও এক প্রান্তে দারুণ লড়াই করে সেঞ্চুরি তুলে নেন মিঠুন। ছাড়িয়েছেন দেড়শ রানের কোটাও। আগের দিনের ৫ উইকেটে ২৩০ রান নিয়ে ব্যাট করতে সফরকারী দলটি তার ব্যাটেই এদিন আরও ১২৯ রান যোগ করতে পারে।

আগের দিন ৭৪ রান তুলে নেওয়া মিঠুন তার ইনিংসটি খেলতে ২৪৬ বল মোকাবেলা করেছেন। ১০টি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান ইনিংসটি। আরেক অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক করেছেন ১৫ রান। তামিল নাড়ুর পক্ষে ভিঙ্গেশ ও অজিত রাম ৪টি করে উইকেট নিয়েছেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেজাউর রহমান রাজার তোপে পড়ে তামিল নাড়ু। ঘূর্ণির মায়াজাল বিছিয়েছেন তাইজুল ইসলামও। ফলে তামিল নাড়ুর কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। ১৭ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন রাজা। ৩টি শিকার তাইজুলের। অপর উইকেটটি পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। তামিল নাড়ুর পক্ষে প্রাদশ রঞ্জন পাল ২৮ রান করেন। সুনীল কৃষ্ণা ১০ রানে উইকেটে আছেন।

Comments

The Daily Star  | English

BNP's Ishraque Hossain declared Dhaka South mayor in amended gazette

The gazette cancelled the previous announcement made by the EC that had declared Awami League's candidate Sheikh Fazle Noor Taposh as the elected mayor

14m ago