ভারত সিরিজের তোড়জোড় শুরু, ফিরলেন ডমিঙ্গো

সোমবার সকাল ৮টায় ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ দলের প্রধান কোচ। যিনি এখন দায়িত্বে আছে ওয়ানডে ও টেস্ট দলে।
মিরপুরে অনুশীলনে মাহমুদউল্লাহ ও সাইফুদ্দিন। এদিকে ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন রাসেল ডমিঙ্গো। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি দলে না থাকায় লম্বা ছুটিতে গিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেই ছুটি আর শেষ হবে কিনা এই নিয়েও ছিল সংশয়। তবে ভারত সিরিজ সামনে রেখে সময়মতই ফিরে এসেছেন ডমিঙ্গো। ক্রিকেটাররাও ব্যক্তিগত উদ্যোগে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।

সোমবার সকাল ৮টায় ঢাকায় এসে পৌঁছান বাংলাদেশ দলের প্রধান কোচ। যিনি এখন দায়িত্বে আছে ওয়ানডে ও টেস্ট দলে। ডিসেম্বর মাসে এই দুই সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। স্বাভাবিকভাবেই তাতে বড় ভূমিকাতেই থাকার কথা দক্ষিণ আফ্রিকান কোচের।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। একাডেমিতে হালকা জিম সেরেছেন তিনি। মূল মাঠে দুপুরে লম্বা অনুশীলন করতে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। নেট বোলারদের নিয়ে সেন্টার উইকেটে অনুশীলন করেছেন দুজন।

মূলত বড় শটের চেষ্টা চালাতে দেখা গেছে তাদের। টেস্ট থেকে অবসর নেওয়ায় কেবল ওয়ানডের জন্যই প্রস্তুতি থাকছে মাহমুদউল্লাহর। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া অলরাউন্ডার সাইফুদ্দিনের লড়াইটা ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়ার।

ঢাকায় ফেরা ডমিঙ্গো  বিশ্রাম নিয়ে কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই ক্রিকেটারদের প্রস্তুতি থাকবে মাথায়। এদিকে সোমবার থেকে জাতীয় লিগের শেষ রাউন্ডে খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ফেরা একাধিক ক্রিকেটার। চলমান জাতীয় লিগে অবশ্য রানের খোঁজে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিসিবি একাদশের হয়ে ভারত সিরিজ কেবল এক ইনিংসে রান কিছুটা রান পেয়েছিলেন। জাতীয় লিগেও চলছে তার রান খরা। রানে নেই ওপেনার মাহমুদুল হাসান জয়।

জাতীয় লিগের খেলা দেখতে সিলেটে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, এবার ডিউক বলে খেলা হওয়ায় ব্যাটারটা সংগ্রাম করেছেন। তবে বড় সিরিজের আগে টেস্ট ব্যাটসম্যানদের রান না পাওয়া তাদের জন্য চিন্তার কারণ।

১ ডিসেম্বর ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।  ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর থেকে। ২২ ডিসেম্বর মিরপুরে ফিরে হবে দ্বিতীয় টেস্ট।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

48m ago