হাঁটুর চোটে শাহিনের মাঠে ফেরার অপেক্ষা বাড়ল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বোলিং কোটা অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় শাহিন আফ্রিদিকে। মাঝপথে তাকে হারিয়ে দিশা পায়নি পাকিস্তানও। এই বাঁহাতি পেসারের মাঠের বাইরে থাকার সময় লম্বা হচ্ছে আরও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত দুই সপ্তাহ পুনর্বাসনে থাকবে হবে শাহিনকে। এতে ডিসেম্বরের ১ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না পাকিস্তান।
সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, হাঁটুতে স্ক্যান করে বড় কোন সমস্যা পাওয়া যায়নি শাহিনের। তবে ব্যথা থাকায় দেশে ফেরার পর হাইপারফরম্যান্স সেন্টারে চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
গত রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনালে ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে হাঁটু চোট পান শাহিন। এই হাঁটুর চোটেই বিশ্বকাপের আগে লম্বা সময় খেলার বাইরে ছিলেন তিনি। খেলার মধ্যে চোট পেলেও দলের প্রয়োজনে বল করতে এসেছিলে ১৬তম ওভারে। এক বল করার পরই আর মাঠে থাকতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ফাইনাল হারে পাকিস্তান।
১ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে বাবর আজমের দল। সিরিজের পরের দুই টেস্ট ৯ ও ১৭ ডিসেম্বর। এই সিরিজে আগে থেকেই অবশ্য শাহিনকে বিশ্রাম দেওয়ার একটা চিন্তা ছিল। চোটে পড়ায় তিন টেস্টের কোনটিতেই থাকে দেখা যাবে না।
সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে খেলায় ফিরবেন বাঁহাতি পেসার।
Comments