ক্রিকেট

বিশ্বকাপ শেষ না হতেই ওয়ানডে সিরিজ, মঈনের হতাশা

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে যাওয়ার ফুরসত মেলেনি ইংল্যান্ডের। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে স্বাগতিকদের বিপক্ষে অ্যাডিলেডে শুরু হবে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
Moeen Ali

ঠাসা সূচির এই জ্বালাতন বোধহয় সবচেয়ে কাবু করছে ইংল্যান্ডের ক্রিকেটারদেরই। মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। গত এক মাস ধরে গেছে টানা ধকল। সেরা অর্জনের উৎসবের রেশ এখনো তাজা। এরমধ্যে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ একেবারেই মানতে পারছেন না মঈন আলি।

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে যাওয়ার ফুরসত মেলেনি ইংল্যান্ডের। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে স্বাগতিকদের বিপক্ষে অ্যাডিলেডে শুরু হবে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯ নভেম্বর সিডনি ও ২২ নভেম্বর মেলবোর্ন খেলতে হবে ইংল্যান্ডকে। সিরিজটিতে ইংল্যান্ড স্কোয়াডে আছেন মইনও। 

ঠাসা সূচির এই ঝঞ্ঝাট অনেকদিন ধরেই ভোগাচ্ছে ইংল্যান্ডকে। করোনাভাইরাস মহামারির পর আলাদা দুটি দলকে দুই জায়গায় সিরিজ খেলাতেও বাধ্য হয়েছে তারা।

বিসিবির সঙ্গে সাক্ষাতকারে অলরাউন্ডার মঈন এই সময়ে ওয়ানডে সিরিজ রাখায় রাখঢাক না রেখেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন,  'এখন এরকম সিরিজ খুবই হতাশার। অনেকদিন ধরে এমনটা চলে আসছে।'

'বিশ্বকাপ জেতার পর এখন আমরা উপভোগ করতে চাই সময়টা, উদযাপন করার সময় দরকার। গত এক মাস অনেক পরিশ্রম করেছি সবাই। বিশ্বকাপের বেশ আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছিল।'

১৩ তারিখ মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। মাঝে তিনদিন রেখেই আবার তাদের নামতে হচ্ছে আরেকটি সিরিজ। বিষয়টি হজম হচ্ছে না মঈনের, 'তিন দিন পরেই আবার খেলা, এটা একদমই পীড়াদায়ক। এরকম ঠাসা সূচিতে খেলে শতভাগ দেওয়াও খুব শক্ত।'

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago