ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটিতে লারা
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় চরম সমালোচনায় পড়ে নিকোলাস পুরানের দল। তাদের এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাতে আছেন সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।
হাইকোর্টের বিচারপতি প্যাট্রিক থমসনকে প্রধান করা লারাকে ছাড়াও কমিটিতে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকেও। আর্থার বর্তমানে ডার্বিশায়ারের ক্রিকেট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
টি-টোয়েন্টিতে বেশ কিছুদিন ধরেই খারাপ ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হয়েছিল বাছাইয়ের আদলে প্রথম পর্ব। তবে সাবেক চ্যাম্পিয়নদের শক্তির বিচারে সেই পর্ব বাধা হওয়ার কথা ছিল না। কিন্তু প্রথম ম্যাচেই তারা হেরে যায় স্কটল্যান্ডের কাছে। পরে জিম্বাবুয়েকে হারিয়ে আশা টিকিয়ে রাখলেও আয়ারল্যান্ডের কাছে বড় হারে বিদায় নিতে হয় ক্যারিবিয়ানদের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রধান রিকি স্কেরিট এক বিবৃতিতে জানিয়েছে স্বাধীনভাবে কারণ খতিয়ে দেখার জন্য এই তিনজনকে বেছে নেওয়া হয়েছে, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ভাগ্যবান যে এরকম তিনজন বিজ্ঞ মানুষ প্যানেলে যুক্ত হতে রাজি হয়েছেন। তাদের মূল্যবান সময় ও গুরুত্বপূর্ণ অভিমত পেলে আমরা কৃতজ্ঞ থাকব।'
এই তিনজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবেন।
Comments