রোহিতের বদলে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের পক্ষে শাস্ত্রী
পর পর দুই বছর টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে খালি হাতে ফিরেছে ভারত। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বশেষ ব্যর্থতার পর তাই দলটিতে উঠেছে বদলের সুর। সাবেক ক্রিকেটার ও গত বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকা রবি শাস্ত্রীও বদলের পক্ষে। টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের সঙ্গে তরুণ খেলোয়াড়দেরও দেখতে চান তিনি।
বিশ্বকাপ ব্যর্থতার ঠিক পরের টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রামে দিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে পরের ওয়ানডে সিরিজে রোহিতই ফিরবেন।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপে শাস্ত্রী জানান ওয়ানডেতে সমস্যা নেই, কিন্তু টি-টোয়েন্টি আসতে পারে বদল, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক দিলে ক্ষতি হবে না। যে পরিমাণ খেলা হচ্ছে তাতে একজনের পক্ষে তিন সংস্করণ চালিয়ে যাওয়া কঠিন।'
'রোহিত এরমধ্যে ওয়ানডেতে অধিনায়কত্ব করছে। কাজেই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক খোঁজা ক্ষতির কারণ হবে না। যদি সেই নামটা হয় হার্দিক পান্ডিয়া, হতেই পারে।'
আইপিএলের কারণে কুড়ি ওভারের সংস্করণে খেলোয়াড়ের ঘাটতি নেই ভারতের। তবে সিনিয়র ক্রিকেটারদের কারণে বড় মঞ্চে তরুণরা পান না সুযোগ। শাস্ত্রী চান সংস্করণের কথা মাথায় রেখে সম্পদের ঠিকঠাক ব্যবহার এবার করা হোক, 'তারা (নীতি নির্ধারক) বসে ঠিক করতে পারে আমরা আমাদের সম্পদের ব্যবহার বদল করব। সংস্করণ অনুযায়ী সেরা খেলোয়াড় বেছে নিতে হবে। সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে।'
'বেশ কিছু তরুণ আছে যারা ভয়ডরহীন। যারা পরিস্থিতির সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পারে। ভারতের পাইপলাইন অনেক শক্ত। এটা এই ট্যুর থেকেই শুরু হওয়া উচিত। '
Comments