বিপিএলে সরাসরি দল পেলেন না ফর্মের তুঙ্গে থাকা লিটন!

liton das

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিটন কুমার দাস। সব সংস্করণ মিলিয়েই গত দুই বছরে বাংলাদেশের সেরা পারফর্মার তিনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে কাঁপিয়ে দিয়ে এক ইনিংস খেলেছিলেন তিনি। অথচ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর আগামী আসরে ড্রাফটের আগে সরাসরি তাকে দলে নেয়নি কোন দল। 

ড্রাফটের বাইরে থেকে সরাসরি দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

চলতি বছর ১৯ ম্যাচে ১৪০.২০ স্ট্রাইক রেট ও ৩৮.৬৩ গড়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৫৪৪ রান করেন লিটন। অস্ট্রেলিয়া কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও তাকে সরাসরি কেউ দলে নেয়নি। 

তামিমকে সরাসরি দলে নিয়েছে খুলনা টাইগার্স। ঢাকা নিশ্চিত করেছে তাসকিনকে। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি একজন স্থানীয় খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ ছিল দলগুলোর। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবআগে থেকেই আছেন ফরচুন বরিশালে। তাকে সেখানে দেখা যাওয়ার কথা জানা গিয়েছিল আগেই। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট স্টাইকার্সও ঘটা করে মাশরাফিকে নেওয়ার কথা বেশ কয়েকদিন আগেই জানায়।

এছাড়া গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা আফিফ হোসেন এবারও আছেন দলটিতে। কুমিল্লা ধরে রেখেছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। বিরতি দিয়ে বিপিএলে ফেরা রংপুর রাইডার্স কিপার ব্যাটার নুরুল হাসানকে সরাসরি চুক্তিভুক্ত করেছে।

সবগুলো দলই বেশ কয়েকজন বিদেশীকে এরমধ্যে তাদের দলে ভিড়িয়েছে। দেশ ও বিদেশী ক্রিকেটারদের নিয়ে বাকি স্কোয়াড পূর্ণ করা হবে প্লেয়ার্স ড্রাফট থেকে। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হোটেলে বিপিএলের ড্রাফট হওয়ার কথা। সরাসরি দল না পেলেও ড্রাফটে লিটনের কদরই সবচেয়ে বেশি হওয়ার কথা। 

জানুয়ারি-ফ্রেব্রুয়ারি মাসে দেশের তিন ভেন্যুতে হবে বিপিএলের পরের আসর। 

সরাসরি সাইনিং  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- আফিফ হোসেন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মোস্তাফিজুর রহমান

তাসকিন আহমেদ- ঢাকা

সাকিব আল হাসান- ফরচুর বরিশাল।

তামিম ইকবাল-খুলনা টাইগার্স।

নুরুল হাসান সোহান- রংপুর রাইডার্স।

মাশরাফি মোর্তুজা- সিলেট স্ট্রাইকার্স।

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago