অভিমন্যু-জয়সাওয়েলের জোড়া সেঞ্চুরিতে বোলিংয়েও ‘এ’ দলের হতাশা

প্রথম দিনে স্রেফ ১১২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ 'এ' দল। জবাব দিতে নেমে ভারতের দুই ওপেনার যাশাসবি জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণ প্রায় তিনশোর কাছাকাছি রানের জুটি গড়ে ফেলেন। তাদের থামানো গেলেও মাথার উপর তৈরি হয়েছে বিশাল বোঝা।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বোলিংয়েও দিনভর হতাশাই ঝরেছে। প্রথম আনঅফিসিয়াল টেস্টে দিনশেষে ভারতীয়দের রান ৫ উইকেটে ৪০৪। তারা এগিয়ে গেছে ২৯২ রানে।
৪৩ ওভার হাত ঘুরিয়ে ১৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। পেসার খেলাদ আহমেদ ২০ ওভার বল করে ৭১ রানে পান ২ উইকেট।
আগের দিনের বিনা উইকেটে ১২০ রান নিয়ে নেমে অনায়াসে খেলতে থাকেন জয়সাওয়াল-অভিমন্যু। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে কোন সমস্যাতেই পড়তে হচ্ছিল না তাদের।
শতরান, দুশোরানের পর জুটি পেরিয়ে যায় আড়াইশোর ঘর। লাঞ্চ বিরতির পরও চালাতে থাকেন তারা। ৭৬ ওভার বল করার পর প্রথম সাফল্য পায় বাংলাদেশের দলটি। ২৮৩ রানে প্রথম উইকেট হারায় ভারত 'এ' দল।
টানা বল করতে থাকা তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হন দেড়শোর কাছে থাকা জয়সাওয়াল। ২২৬ বলের ইনিংসে ২০ চার, ১ ছক্কায় তিনি করেন ১৪৫ রান।
তিনে নেমে ইয়াশ দুল বেশিক্ষণ টেকেননি। ২৮ বলে ২০ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। সরফরাজ খানও থিতু হয়েই থামান দৌড়। ২১ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউতে ফেরান তাইজুল।
তিলক বর্মা আহত হয়ে মাঠ ছেড়েছিলেন একবার। জয়ন্ত যাদব নেমে টিকতে পারেননি। তাকেও তুলে নেন তাইজুল। মাঠে ফেরা তিলক আর কিপার ব্যাটার উপেন্দ্র যাদব মিলে আর কোন বিপদ বাড়তে দেননি। ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড বাড়িয়ে চলেছেন তারা।
Comments