ভারতের বিপক্ষে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ, অনিশ্চিত তাসকিনও!

Tamim Iqbal
ছবি: বিসিবি

দুদিন আগেও ম্যাচ সিচুয়েশনের অনুশীলনে ব্যাট করেছিলেন তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়ক এরপরই ভুগতে থাকেন কুঁচকির চোটে। এই চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন তিনি। একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে পেসার তাসকিন আহমেদের খেলাও।

বিসিবির সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে ভুগছেন তামিম। তার চোট সারতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ তো বটেই, প্রথম টেস্টেও অনিশ্চিত থাকছেন এই ওপেনার।

তাসিকনের সমস্যা পিঠে। তার অবস্থা এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। এই চোট নিয়ে তাকে খেলানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। অন্তত প্রথম ওয়ানডেতে তাসকিনের খেলার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অবশ্য জানালেন, এখনো আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় আছেন তারা,  'এখনো মেডিকেল বিভাগ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। শুনেছি তাদের কিছু সমস্যা আছে। এটা আগে জানতে হবে যে কতদিনের জন্য তারা ছিটকে যাচ্ছে।'

তামিম খেলতে না পারলে ওয়ানডে সিরিজের জন্য একজন অধিনায়কও বেছে নিতে হবে বাংলাদেশকে। দলে তিন সিনিয়র থাকলেও আপতকালীন অধিনায়কত্ব করার ব্যাপারে আগ্রহী নন তারা। অধিনায়কের বিকল্প নাম আছে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। এই দৌড়ে লিটনই এগিয়ে আছেন।

৪ ডিসেম্বর মিরপুরে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ-ভারত। সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ঢাকায় পা রাখবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago