জাকির-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ালো ‘এ’ দল

Mahmudul Hasan Joy & Zakir Hasan
মাহমুদুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন জাকির হাসান। পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেক জুটিতে সেঞ্চুরির কাছে আছেন তিনি

ভারতীয় বোলারদের তোপে প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ 'এ' দল। জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে টাইগাররা। তাদের শতরানের জুটিতে ভীষণ বাজে পরিস্থিতি থেকে দল পাচ্ছে স্বস্তি। 

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষ বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৭২ রান। জাকির অপরাজিত আছেন ৮১ রানে ও শান্ত টিকে আছেন ৫৬ রান করে। ১৮১ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে 'এ' দল। বল হাতে ভারতীয়দের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেছেন সৌরভ কুমার।

আগের দিন ৫ উইকেটে ৪০৪ রান তুলে দিন শেষ করা ভারতীয়রা ইনিংস ঘোষণা করে ৪৬৫ রানে। ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দেয় দৃঢ়তার পরিচয়। ওপেনিং জুটিতেই ৭১ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও জাকির। ইনিংসের ২৮তম ওভারে ৮৮ বলে ২১ রান করে ফিরে যান জয়।

এরপর জাতীয় দলের আরেক ব্যাটার শান্তকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন জাকির। দিনের অবশিষ্ট সময়ে কোন বিপদ ঘটতে না দিয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ 'এ' দল।

জবাবে যাশাসবি জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণের জোড়া সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়ের শঙ্কাও। তবে জাকির-শান্তর ব্যাটে এখন চালকের আসনে টাইগাররা।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

50m ago