এবারও কিউদের জবাব দিতে পারলেন না নিগাররা

সোফি ডিভাইনের ঝড়ের পর শেষ দিকে তান্ডোব তুললেন আমিলা কের। শুরুর চাপ পার করে দেড়শো ছাড়ানো পুঁজি পেল নিউজিল্যান্ড। যার জবাব দিতে নেমে আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবল নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার কুইন্সটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মেয়েদের কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের ১৫২ রানের জবাবে ৭ উইকেটে স্রেফ ৮৯ রান করেছে টাইগ্রেসরা।
প্রথম ম্যাচে ৩২ রানে গুটিয়ে বড় হারের পর এবারও লড়াই করতে না পারায় এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।
১৫৩ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশের মেয়েদের ইনিংস। প্রথম চার ব্যাটারের কেউই যেতে পারেননি দুই অঙ্কে।
লিয়া তাহুহুর জোড়া আঘাতে ফেরেন দুই ওপেনার মুরশিদা খাতুন আর শারমিন আক্তার। অভিজ্ঞ ফারজানা হক পিংকিও অরে তার শিকার। অধিনায়ক নিগার সোফির বলে ক্যাচ দেন কিপারের হাতে।
৩৩ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা লড়াই করেন রুমানা আহমেদ। পরে তার সঙ্গে মিলে রান আনেন সালমা খাতুন।
রুমানা ২৪ বলে ২৫ করে থামলেও ৩০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন সালমা। তাতে অবশ্য কেবল হারের ব্যবধানই কমেছে।
এর আগে ব্যাট করতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারিয়েছিল কিউইরা, কিন্তু সোফি বুঝতে দেননি সংকট। এক পাশে রান বাড়িয়ে কমিয়ে দেন চাপ। সজি বেটস, রেবাকা বার্নস, লাউরেন ডন রান না পেলেও কের দাঁড়িয়ে যান। তার ৩১ বলে অপরাজিত ৪৮ রানে জুতসই পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক সোফি ৩৩ বলে করেন ৪৭।
Comments