বড় লিড পেল ভারত, ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থ জয়

দ্বিতীয় দিনেই লিড আদায় করে নিয়েছিল ভারত 'এ' দল। তৃতীয় দিনে সেটা আরও বড় করলো সফরকারীরা, সেঞ্চুরিয়ান অভিমন্যু ঈশ্বরন ফিরে গেলেও দলের চালকের আসন সুদৃঢ় করলেন জয়ন্ত যাদব, সৌরভ কুমার ও নভদিপ সাইনি। এরপর ব্যাট হাতে নেমে দুই উইকেট হারিয়ে ফেললো বাংলাদেশ, আবারও ব্যর্থ হলেন মাহমুদুল হাসান জয়।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ২৬১ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। পাঁচ উইকেটে ৩২৪ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা ইনিংস ঘোষণা করে নয় উইকেট হারিয়ে ৫৬২ রান তুলে। আগের দিন সিরিজের টানা দ্বিতীয় শতক তুলে নেওয়া অধিনায়ক ঈশ্বরন ফিরে যান ১৫৭ রান করে। এরপর জয়ন্ত, সৌরভ ও বোলার সাইনির ফিফটিতে ৩১০ রানের বড় লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ 'এ' দল। আবারও ব্যর্থ হয়েছেন জয়, ফিরে গেছেন মাত্র ১০ রান করে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পাওয়া জাকির হাসানও ফিরে গেছেন দ্রুত। ১২ রান এসেছে বাঁহাতি উইকেটরক্ষকের ব্যাট থেকে। উইকেটে টিকে রয়েছেন ২২ রান করা সাদমান ইসলাম ও ৪ রান করা মুমিনুল হক সৌরভ।

পঞ্চম ওভারেই জাকিরকে বোল্ড করে ফেরান উমেশ যাদব। ওয়ান ডাউনে নামা জয় ধৈর্য্যের পরিচয় দিলেও পাননি রান। সরাসরি বোল্ড করে তার ৬৬ বলের ইনিংসের সমাপ্তি টানেন সৌরভ। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন মুমিনুল ও সাদমান। এর আগে বল হাতে দিনের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলা ঈশ্বরনকে ফেরান মুশফিক হাসান। অধিনায়কের বিদায়ের পর সৌরভকে সঙ্গে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন জয়ন্ত।

৫৫ রান করে সৌরভ ফিরে গেলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন জয়ন্ত। নয় নম্বরে নামা উমেশ টিকতে পারেননি বেশিক্ষণ। ১৩৪তম ওভারে হাসান মুরাদের শিকারে পরিণত হওয়ার আগে করেন ৮৩ রান। এরপর চমক দেখান বোলার নভদ্বীপ তুলে নেন ফিফটি। সফরকারীদের ইনিংস ঘোষণার সময় অপরাজিত ছিলেন ৫০ রানে।

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago