বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে খেলবেন আফিফ, সৌম্যরা

১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচের জন্য এবার বর্তমান ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছে বিসিবি। শহীদ জুয়েল একাদশ ও শহীদ মোশতাক একাদশে ভাগ হয়ে খেলবেন সৌম্য সরকার, আফিফ হোসেনরা। এবারও টি-টোয়েন্টি সংস্করণে হবে এই ম্যাচ।
গত কয়েক বছর সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ আয়োজন করে আসছিল বিসিবি। এবার জাতীয় দল ও আশেপাশের তারকাদের নিয়েই তৈরি করা হয়েছে দুই দল।
শহীদ জুয়েল একাদশে আফিফের সঙ্গে খেলবেন টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ নাসুম আহমেদ, আছেন মোহাম্মদ মিঠুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুনিম শাহরিয়ারের মতো ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা। জিয়াউর রহমান, কামরুল ইসলাম রাব্বির মতো অভিজ্ঞদেরও রাখা হয়েছে। শহীদ মোশতাক একাদশে সৌম্যের সঙ্গে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, আকবর আলি, শামীম পাটোয়ারিরা।
শুকবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিহত হন ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী জুয়েল। পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান ক্রিকেট সংগঠক মোশতাক আহমদ। দেশের জন্য জীবন দেওয়া এই দুই ক্রিকেট ব্যক্তিত্বের স্মরণে প্রতি বছরই বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে প্রদর্শনী ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শহীদ জুয়েল একাদশ: মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম ইসলাম, নাঈম শেখ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, রিশাদ হোসেন।
শহীদ মোশতাক একাদশ: আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হোসেন, আশিক উর জামান, রিপন মন্ডল, নাঈম হাসান।
Comments