সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ পাকিস্তানের ব্যাটাররা

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই পকেটে পুরেছে ইংল্যান্ড। ফলে পাকিস্তানের জন্য শেষ ম্যাচ পরিণত হয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। এই লড়াইয়ের শুরুতে উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন দলটির ব্যাটাররা। তিনশ পেরোনোর পরপরই তাদেরকে অলআউট করে দিল ইংলিশরা। ফিফটির দেখা পেলেন কেবল অধিনায়ক বাবর আজম ও আগা সালমান। ৪ উইকেট নিয়ে আলো ছড়ালেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
শনিবার করাচিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৩০৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। বাবরের ৭৮ ও সালমানের ৫৬ রানে এই পুঁজি পায় তারা। অনবদ্য লিচ ছাড়া ২ উইকেট শিকার করেন অভিষিক্ত লেগ স্পিনার রেহান আহমেদ। জবাবে দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। দিনের খেলার সমাপ্তির সময় ১ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে রান ছিল ৭।
২৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের সঙ্গে উইকেটে আছেন অলি পোপ। পাকিস্তানের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন লেগ স্পিনার আবরার আহমেদ।
নিজেদের ইনিংসের শুরুতেই জ্যাক ক্রলির উইকেট হারায় বেন স্টোকসের দল। রানের খাতা খোলার আগেই আবরারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটার। এরপর দিনের বাকিটা সময় পোপকে নিয়ে নিরাপদে পার করেন ডাকেট।
এর আগে টসে জিতে খেলতে নেমে শুরুতেই আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ৮ রান করে লিচের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ওপেনার। ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকা শান মাসুদকে ফেরান পেসার মার্ক উড। ৩৭ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার।
তৃতীয় উইকেটে হাল ধরেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা আজহার আলি ও অধিনায়ক বাবর। তাদের ৭১ রানের জুটি শক্ত করে পাকিস্তানের ভিত। ৪৫ রান করে আজহার বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর বাবর টিকে থাকলেও অপর প্রান্তে থিতু হয়ে ফিরে যান সৌদ শাকিল। শর্ট লেগে পোপের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ২৩ রান। তাকে বিদায় করে টেস্টে নিজের প্রথম উইকেটের স্বাদ নেন রেহান। ১৯ রান করা মোহাম্মদ রিজওয়ান টিকতে পারেননি।
৫৯তম ওভারে রান আউটের কবলে পড়েন বাবর। সমাপ্তি ঘটে তার ১২৩ বলে ৭৮ রানের ইনিংসের। ফাহিম আশরাফ দ্রুত ফেরার পর নুমান আলি যোগ্য সঙ্গ দেন সালমানকে। অষ্টম উইকেটে তারা গড়েন ৪৮ রানের জুটি। এরপর টানা ৩ শিকার ধরে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন লিচ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে সালমান করেন ৯৩ বলে ৫৬ রান।
Comments