দুই দিনেই দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ব্যাটিং ধসের হাত থেকে দ্বিতীয় ইনিংসেও নিস্তার পেল না দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের আবারও বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন অজি বোলাররা, পাঁচ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনেই হার বরণ করতে হলো ডিন এলগারের দলকে।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এলো অজিরা।

আগের দিন সাত রানে পিছিয়ে থাকা অজিরা এদিন অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে আরও ৭৩ রান। ৭৮ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড ফিরে যান নামের পাশে আর ১৪ রান যোগ করে। ফলে ৬৬ রানের লিড পায় তারা। চার উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন কাগিসো রাবাদা, তিন উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন।

জবাবে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা, এবার মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় তারা। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন মাত্র তিনজন, ইনিংস সর্বোচ্চ ৩৬ রান এসেছে খায়া জন্ডোর ব্যাট থেকে। পাঁচ উইকেট শিকার করেন কামিন্স, জোড়া শিকার ঝুলিতে পুরেন স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক।

দিনের শুরুতেই ক্যামেরুন গ্রিনকে সারেল এরউইয়ের ক্যাচ বানিয়ে বিদায় করেন ইয়ানসেন। একই ওভারে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা হেডকেও উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁহাতি ফাস্ট বোলার। ৯২ রান করে ফিরে যান ক্যাঙ্গারুদের আশার প্রতীক।

৫১ বলে ৩১ রানের জুটি গড়ে চেষ্টা চালিয়েছিলেন স্টার্ক ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, কিন্তু বেশিদূর যেতে পারেননি। ৪৮তম ওভারে এনগিডির বলে স্টার্ক ফিরে যাওয়ার পর দ্রুতই অজিদের লেজটা গুটিয়ে দেন রাবাদা। ২২ রান কওরে অপরাজিত থাকেন ক্যারি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে পাঁচ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি এলগার, এরউই ও রসি ভন ডার ডুসেন। টেম্বা বাভুমা আবারও চেষ্টা চালান দলকে বিপদ থেকে উদ্ধারের। তাকে খানিক সঙ্গ দেন জন্ডো। তবে তাদের ৪২ রানের জুটি খাদের কিনারা থেকে উদ্ধার করতে পারেনি দলকে।

২৪তম ওভারে ২৯ রান করে বাভুমা ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়া ইনিংস। একপ্রান্ত আগলে জন্ডো টিকে থাকলেও বাকিরা ব্যস্ত হয়ে পড়েন আসা যাওয়ার মিছিলে। শেষদিকে ১৮ বলে ১৬ রান করে কেশভ মহারাজ শেষ চেষ্টা করলেও যথেষ্ট ছিল না সেটি।

শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯৯ রান যোগ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩৪ রানের। এই মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়েও চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা, সবকটি উইকেটই ঝুলিতে পুরেন রাবাদা।

অতিরিক্তের খাতায় ১৯ রান দিয়ে অজিদের জয়ের পথটা সহজ করে দেয় প্রোটিয়ারা। অন্যদিকে ছয় অজি ব্যাটার মিলে করেন মাত্র ১৬ রান!

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

3h ago