ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নাসুম

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে এসেছে কিছু পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
রোববার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় দ্বিতীয় টেস্টের মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল না টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়েরও। ফলে আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া বিসিএলের জন্য তাকে ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নাসুমকে নেওয়া হয়েছে মূলত অধিনায়ক সাকিব আল হাসানের চোটের কারণে। কাঁধের চোটে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের পর আর বল করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টেও তাই সাকিবের বোলিং নিয়ে শঙ্কা থাকছেই।
আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে ১৮৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। সিরিজে সমতা টানতে তাই পরের টেস্টে জিততেই হবে টাইগারদের।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়।
Comments