পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ইংল্যান্ড

Ben Stokes & Ben Duckett

ম্যাচ জেতার কাজটা আগের দিনই সেরে ফেলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে ছিল অনেকটা আনুষ্ঠানিকতা সারার কাজ। তাতে খুব বেশি সময় নিলেন না বেন স্টোকস আর বেন ডাকেট।  ১১.১  ওভার খেলেই প্রয়োজনীয় বাকি রান তুলে নিল ইংল্যান্ড।

মঙ্গলবার করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এতে করে তিন ম্যাচ টেস্ট সিরিজের সবগুলোতেই জিতল স্টোকসের দল। ঘরের মাঠে পাকিস্তান হলো হোয়াইটওয়াশড। 

ম্যাচ জিততে চতুর্থ দিনে ৫৫ রান লাগত সফরকারীদের। দুই অপরাজিত ব্যাটার স্টোকস ও ডাকেট দ্রুত রান আনার ধরন নিতে থাকেন। স্রেফ ৬৭ বল খেলেই এই রান উঠিয়ে ম্যাচ শেষ করে দেন।

রান তাড়ায় নেমে ৭৮ বলে ১২ চারে অপরাজিত ৮২ রান আসে ডাকেটের ব্যাটে। অধিনায়ক স্টোকস ৪৩ বলে ৩ চারে করেন ৩৫ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩৫৪ রান করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দেন জ্যাক লিচ আর রেহান আহমেদ। সবচেয়ে কম বয়েসী হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন লেগ স্পিনার রেহান।

ইংল্যান্ডের জেতার লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১৬৭ রানের। তৃতীয় দিনের শেষ বিকেলে এই রান তুলতে আগ্রাসী শুরু আনেন জ্যাক ক্রলি ও ডাকেট। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন তারা। আবরার আহমেদের লেগ স্পিনে ফেরার আগে ৪১ বলে ৪১ করেন ক্রলি।

ডাকেট ৩৮ বলে ফিফটি তুলে দেখাতে থাকেন দ্রুত ম্যাচ শেষ করার তাগিদ। রেহানকে তিনে নামিয়েও কাজ শেষ করার চিন্তা দেখায় ইংল্যান্ড। অধিনায়ক স্টোকস পরে নিজে আসেন চারে। আলো কমে যাওয়ায় তৃতীয় দিনে আর খেলা শেষ করা যায়নি। চতুর্থ দিনে নেমে আনুষ্ঠানিকতা সারতে আর সময় নিলেন না স্টোকস-ডাকেট।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago