মিরপুর টেস্টের আগের দিন চোট পেলেন রাহুল

আঙুলের চোটে নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে আগেই হারিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। রোহিতের অনুপস্থিতিতে চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুলও এবার পড়লেন চোটে।
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর অবশ্য জানালেন, তেমন গুরুতর নয় রাহুলের চোট। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে এই ডানহাতি ওপেনার খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন তিনি।
আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাঠোরের সঙ্গে নেটে ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পান রাহুল। তৎক্ষণাৎ দলীয় ডাক্তারের শরণাপন্ন হন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ঢাকা টেস্টের ঠিক একদিন আগে এই খবর ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলতে পারে। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটিং কোচ বলেছেন, 'এটা দেখে তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না। তাকে দেখে ঠিকঠাকই লাগছে। আশা করি, সে সেরে উঠবে। ডাক্তাররা বিষয়টি দেখছে, কিন্তু আমি আশাবাদী সে সেরে উঠবে।'
শেষ পর্যন্ত রাহুল খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব সামলাতে হতে পারে সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারাকে। পাশাপাশি ভারত 'এ' দলের হয়ে দারুণ পারফর্ম করা ওপেনার অভিমন্যু ঈশ্বরণেরও হয়ে যেতে পারে টেস্ট অভিষেক। কিছুদিন আগে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। ফলে দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারত। অন্যদিকে, সিরিজে হার এড়াতে জয়ের বিকল্প নেই টাইগারদের।
Comments