উইকেট নিয়ে কোনো ইস্যু নেই ভারতের

মিরপুরে কোনো ম্যাচের প্রাক্কালে সব সময়ই আলোচনায় থাকে উইকেট। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজ অতীতে অনেকবারই ধাঁধায় ফেলেছে ব্যাটারদের। বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের আগেও বড় প্রশ্ন, কেমন আচরণ করবে উইকেট? তবে সফরকারীদের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বললেন, উইকেট নিয়ে তাদের পক্ষ থেকে নেই কোনো ইস্যু।
বুধবার কিউরেটরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে। তাই সঙ্গত কারণেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে উইকেট প্রসঙ্গ। পিচ নিয়ে ভারত অসন্তুষ্ট কিনা এমন প্রশ্নে বিক্রম জানান, উইকেটই যেমনই হোক তা নিয়ে কোনো আপত্তি নেই তাদের।
কিউরেটরের সঙ্গে দ্রাবিড়ের কী কথা হয়েছে জানতে চাইলে ভারতীয় ব্যাটিং কোচ বলেছেন, 'আপনার দ্রাবিড় কিংবা কিউরেটরকে জিজ্ঞেস করা উচিৎ। আমি জানি না তাদের মধ্যে কী কথা হয়েছে। যে উইকেটই পাই না কেন আমাদের কোনো সমস্যা থাকবে না। আমাদের দিক থেকে একেবারেই কোনো ইস্যু নেই।'

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের উইকেট ছিল বেশ ধীরগতির। টার্ন পেয়েছিলেন স্পিনাররা, অনেক বল নিচু হয়ে আসার পাশাপাশি ছিল আচমকা বাউন্স। তবে মিরপুরের উইকেট থেকে আরও বেশি টার্ন ও বাউন্স আশা করছেন বিক্রম, 'গত ম্যাচে আমরা যে উইকেটে খেলেছি সেটায় বাউন্স কিছুটা কম ছিল এবং (উইকেট) কিছুটা ধীরগতিরও ছিল। এই (মিরপুরের) উইকেট থেকে আমরা আরও বেশি বাউন্স ও টার্ন আশা করছি। দেখা যাক কী হয়।'
প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের ১২ উইকেট শিকার করেছিল বাংলাদেশ। যার নয়টিই শিকার করেছিলেন দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে এই জুটিকে সামলাতে পরিকল্পনায় কোনো বদল এনেছে কিনা ভারত, এমন প্রশ্নে ৫৩ বছর বয়সী এই ব্যাটিং কোচ জানিয়েছেন, 'তেমন একটা না। যখন উপমহাদেশে খেলেন, আপনি উইকেট থেকে টার্ন আশা করেন। এরপর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব এবং তারা বল টার্ন করাবে বলেই আমরা আশা করছি। সুতরাং আমাদের ভালো প্রস্তুতি হচ্ছে (এখানে)। কৌশলগতভাবে কোনো বিশেষ (পরিবর্তন আমরা আনছি না)। আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি আলোচনাও করছি না।'
সাগরিকায় দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত জাকির হাসানের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের হাফসেঞ্চুরি ব্যতীত জ্বলে উঠতে পারেননি বাকি ব্যাটাররা। অন্যদিকে, বিপরীত চিত্র ছিল সফরকারীদের শিবিরে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন চেতেশ্বর পূজারা ও শুবমান গিল। সেই ইনিংসে মাত্র দুটি উইকেট নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশের বোলাররা।
টাইগারদের বোলিং নিয়ে কণ্ঠে সমীহ ঝরলেও ভালো করার আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন বিক্রম, 'কোনো সন্দেহ নেই তাদের একটি ভালো বোলিং ইউনিট আছে এবং গত টেস্টে আমরা খুবই ভালো খেলেছি। ব্যাটাররা যেভাবে ব্যাট করছে তাতে আমরা অনেক আত্মবিশ্বাসী। সুতরাং, এটা ভালো একটি টেস্ট হবে এবং দুই দলের কাছ থেকেই দারুণ পারফরম্যান্স আশা করছি আমরা। গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি তাতে ভালো করার ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।'
আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। ফলে দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেও সিরিজ পকেটে পুরবে তারা। অন্যদিকে, সিরিজে পরাজয় এড়াতে জয়ের বিকল্প নেই টাইগারদের।
Comments