ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল-তাসকিন

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতে ভাগ্য পক্ষে থেকেছে বাংলাদেশের। টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। একাদশে রয়েছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রাম টেস্টে তিন নম্বরে ব্যাট করেছিলেন ইয়াসির আলী রাব্বি। তবে দুই ইনিংসে করেছেন কেবল ৪ ও ৫। ফলে ঢাকায় বাদ দেওয়া হয়েছে তাকে। তার পরিবর্তনে ফিরিয়ে আনা হয়েছে মুমিনুলকে। দুই টেস্ট পর দলে ফিরলেন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়েছিল তাকে।এছাড়া চোটের কারণে নেই পেসার ইবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ।
ভারতের একাদশে এসেছে একটি বদল, বেশ চমক জাগানিয়া বদল বলা যায়। চট্টগ্রামে প্রথম টেস্টের ম্যাচ সেরা বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে রাখেনি তারা। তার বদলে বাড়িয়েছে পেস শক্তি। দলে এসেছেন জয়দেব উনাদকাট। বাঁহাতি এই পেসার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ১২ বছর আগে ২০১০ সালে। ভিসা জটিলতায় প্রথম টেস্টের আগে নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এ পেসার।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, রবীচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
Comments