আইপিএলে অবিশ্বাস্য মূল্যের রেকর্ড গড়ে দল পেলেন স্যাম কারান

এবার আইপিএলের নিলামে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের চাহিদা চড়া হওয়ার আভাস ছিল, অনুমিতভাবেই তাকে নিয়ে কাড়াকাড়ি হলো তুমুল। ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই শেষে কারানকে রেকর্ড ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
শুক্রবার কোচিতে শুরু হওয়া সীমিত পরিসরের নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে দ্বিতীয় সেটে নাম উঠে কারানের। ২ কোটি ভিত্তিমূল্য রুপি থেকে উঠে তিনি ছাড়িয়ে যান ১৮ কোটি। ভেঙ্গে দেন ক্রিস মরিসের রেকর্ড। ২০২০ সালে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে দলে নিয়ে রেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা কারানকে পেতে প্রথমে আগ্রহী হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের লড়াইয়ের মাঝে পরে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। মাত্র ১৩ কোটি ২৫ লাখ রুপি বাজেট নিয়েও কারানের জন্য ১৩ কোটি পর্যন্ত চেষ্টা করে রাজস্থান রয়্যালসও।
মূল্য চড়া হয়ে যাওয়ার পর কারানের জন্য লড়াই শুরু করে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও পাঞ্জাব কিংস। হাল না ছেড়ে চেষ্টা চালাতে থাকে মুম্বাইও। শেষ পর্যন্ত পাঞ্জাবের সঙ্গে পেরে উঠেনি তারা।
২০১৯ সালে ৭ কোটি ২০ লাখ রুপিতে পাঞ্জাবে (তখনকার কিংস এলিভেন পাঞ্জাব) খেলেছিলেন কারান। ২০২০ ও ২০২১ সালে সাড়ে ৫ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে খেলেন কারান। ২০২২ সালের আইপিএল খেলা থেকে নিজেকে বিরত রাখেন বাঁহাতি অলরাউন্ডার। এবার চড়া মূল্য পুরনো দল পাঞ্জাবে ফিরলেন তিনি।
এদিন অলরাউন্ডার ক্যাটাগরিতে চড়া মূল্য পেয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও।
গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে পেয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান রয়্যালস, জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ৫০ লাখ রুপিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস। ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। অলরাউন্ডার ক্যাটাগরিতে দেড় কোটি রুপির ভিত্তিমূল্যে থাকলেও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয়নি কেউ।
Comments