কলকাতার হয়ে প্রথমবার আইপিএল খেলবেন লিটন

আইপিএল নিলামের প্রথম দফার ডাকে দল পাননি বাংলাদেশের তারকা ওপেনার লিটন দাস। তবে দ্বিতীয় দফায় কপাল খুলল তার। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে টানল কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার কোচিতে চলছে আইপিএলের আগামী আসরের জন্য সংক্ষিপ্ত পরিসরের খেলোয়াড় নিলাম। সেখানে প্রথম দফায় দল না পাওয়া লিটনের নাম ওঠে দ্বিতীয় দফার ডাকে। ডানহাতি এই আগ্রাসী ঘরানার ব্যাটারের প্রতি আগ্রহ দেখায় কলকাতা। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য অর্থাৎ ৫০ লাখ রুপিতে তাকে টেনে নেয় প্রতিযোগিতাটির অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। এবারই প্রথম আইপিএল খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তার।
বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছেন লিটন। তার আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে দল পাওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন লিটন। তাকে স্বাগত জানিয়ে কলকাতার স্বীকৃত পেজের দেওয়া একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, 'অনেক মজা হবে। মিষ্টি দই রেডি (তৈরি) তো?'
চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন লিটন। ১৯ ম্যাচ খেলে পেয়েছেন চার হাফসেঞ্চুরি। তার স্ট্রাইক রেটও অসাধারণ, ১৪০.২০।
আইপিএলের এবারের নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের চার ক্রিকেটারের। দ্বিতীয় ডাকে সাকিব ও লিটন দল পেলেও পেসার তাসকিন আহমেদ একবার নিলামে উঠে অবিক্রিত থেকে যান। তবে তালিকায় নাম থাকলেও নিলামে তোলা হয়নি অলরাউন্ডার আফিফ হোসেনকে।
Comments