অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ওয়ার্নের নামে

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের সঙ্গে জুড়ে দেওয়া হলো শেন ওয়ার্নকে। প্রয়াত এই কিংবদন্তি স্পিনারের নামানুসারে সম্মাননাটিকে এখন থেকে ডাকা হবে শেন ওয়ার্ন মেন'স টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডে এটি দ্বিতীয় মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
সোমবার মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে এসেছে এই ঘোষণা। যৌথভাবে এটি দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসসিয়েশনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
হকলির মতে, সাবেক লেগ স্পিনার ওয়ার্নের নামে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দেওয়া একটি উপযুক্ত সিদ্ধান্ত হয়েছে, 'অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন হিসেবে এটি খুবই উপযুক্ত যে টেস্ট ক্রিকেটের প্রতি শেন ওয়ার্নের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার আমরা তার নামে চিরস্থায়ী করে রাখছি।'
অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া হয় অ্যালান বোর্ডার মেডেল। এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এরপরই অবস্থান বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের। এটির সঙ্গে যুক্ত করা হয়েছে ওয়ার্নের নাম।
টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ার্ন। তার নামের পাশে রয়েছে ৭০৮ উইকেট। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার দখল করেছেন ৮০০ উইকেট। মুরালিধরন তাকে ছাপিয়ে যাওয়ার আগে এক সময় অবশ্য ওয়ার্নই ছিলেন সবার উপরে।
গত বছর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন ট্রাভিস হেড। এবার এই সম্মাননা জয়ের লড়াইয়ে আছেন মারনাস লাবুশেন, উসমান খাওয়াজা ও নাথান লায়ন। আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সামনের ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড।
Comments