ফের দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধ্বস, গ্রিনের ৫ উইকেট

প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় টেস্টেও কাটাতে পারল না দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইন ও মার্কো ইয়ানসেন ছাড়া রান পেলেন না আর কেউই। বল হাতে ছড়ি ঘোরালেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দলের বাকি বোলাররাও তাকে যোগ্য সঙ্গ দিলে দুইশর নিচেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। জবাবে উসমান খাওয়াজার বিদায়ের পর অপরাজিত থেকে দিন শেষ করলেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেন।
সোমবার মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে মাত্র ১৮৯ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের পক্ষে ফিফটি হাঁকান ভেরেইন ও ইয়ানসেন। ষষ্ঠ উইকেটে তাদের ১১২ রানের জুটির আগে-পরে কেউই সুবিধা করতে পারেননি। ৫ উইকেট শিকার করেন গ্রিন। টেস্টে এটি তার প্রথম ফাইফার। ২ উইকেট ঝুলিতে নেন তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দিনের বাকি সময় ব্যাট করে ১ উইকেটে ৪৫ রান তুলেছে স্বাগতিকরা। ১৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা।
বোলিংয়ের মতো করে ব্যাটিংয়ের শুরুটা রাঙাতে পারেনি অজিরা। দলীয় ২১ রানে খাওয়াজাকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন কাগিসো রাবাদা। মাত্র ১ রান করে ফিরে যান এই ওপেনার। তবে অভিজ্ঞ ওয়ার্নার উপহার দেন ছন্দময় ব্যাটিং। ৫১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে ১২ বলে ৫ রান করে টিকে রয়েছেন লাবুশেন।
এর আগে দলীয় ২৯ রানে সারেল এরউইয়ার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। খাওয়াজার ক্যাচ বানিয়ে তাকে সাজঘরে পাঠান স্কট বোল্যান্ড। ১৮ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। ওয়ান ডাউনে নামা থিউনিস ডি ব্রেইন শুরুর ধাক্কা কাটিয়ে উঠেও বড় করতে পারেননি ইনিংস। গ্রিনের বলে ১২ রান করে ক্যাচ দেন উইকেটের পিছনে।
৬৮ বলে ২৬ রান করে অধিনায়ক ডিন এলগার দিচ্ছিলেন ফেরার ইঙ্গিত। কিন্তু ২৩তম ওভারে লাবুশেনের নৈপুণ্যে রান আউট হয়ে ফিরে যান তিনিও। পরের বলেই টেম্বা বাভুমাকে তুলে নেন স্টার্ক। এরপর খায়া জন্ডোকেও টিকতে দেননি তিনি। ৫৭ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ভেরেইন ও ইয়ানসেন। ২১৯ বলের জুটি গড়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন তারা। কিন্তু তারা বিচ্ছিন্ন হওয়ার পর লাগে মড়ক। মাত্র ১০ রানে শেষ ৫ উইকেট হারায় সফরকারীরা। এর মধ্যে ৪টিই নেন গ্রিন।
ভেরেইন ও ইয়ানসেন দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু ৬৫তম ওভারে তারা আলাদা হন। ৯৯ বলে ৫২ রান করে গ্রিনের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভেরেইন। সঙ্গীর বিদায়ের পর টিকতে পারেননি ইয়ানসেনও। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন তিনি। থামে তার ১৩৬ বলে ৫৯ রানের ইনিংস। রাবাদা ও লুঙ্গি এনগিডিকে আউট করে ৫ উইকেট পূরণ করেন গ্রিন। মাঝে কেশব মহারাজকে ফেরান নাথান লায়ন।
Comments