জহুরুল-শাহাদাত-আশরাফুলের ব্যাটে পূর্বাঞ্চলের দিন

Johurul Islam Omi
ফাইল ছবি: সংগ্রহ

টপ অর্ডার ব্যর্থ হলেও জ্বলে উঠলেন তিন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু, জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। তাদের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ৩ উইকেট শিকার করলেন বিসিবি দক্ষিণাঞ্চলের পেসার সুমন খান।

সোমবার বিসিএলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ২৬২ রান তুলেছে পূর্বাঞ্চল। ফিফটি হাঁকিয়েছেন শাহাদাত ও অধিনায়ক জহুরুল। শাহাদাত ফিরে গেলেও ১৯৬ বলে ৯১ রানে অপরাজিত আছেন জাতীয় দলের এক সময়ের উইকেটরক্ষক-ব্যাটার জহুরুল। ১ রানের জন্য ফিফটির আক্ষেপে পোড়েন মোহাম্মদ আশরাফুল।

দলীয় ৩১ রানে ওপেনার নাঈম শেখের উইকেট হারায় পূর্বাঞ্চল। নবম ওভারে ব্যক্তিগত ২০ রানে তাকে বোল্ড করে ফেরান সুমন। পরের ওভারে আবারও সাফল্য পায় দক্ষিণাঞ্চল। রনি তালুকদারকে ফেরান স্পিনার নাহিদুল ইসলাম। তার বিদায়ে ক্রিজে আসেন শাহাদাত।

এরপর ৯ রান করে ফিরে যান পারভেজ হোসেন ইমনও। ফলে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। তবে শাহাদাত ছিলেন অনবদ্য। অধিনায়ক জহুরুলের সঙ্গে তিনি গড়েন ৮৩ রানের জুটি। ৯৪ বলে ৬০ রানে সুমনের দ্বিতীয় শিকারে পরিণত হন ২০ বছর বয়সী এই তরুণ।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে অভিজ্ঞ আশরাফুলও দারুণ সঙ্গ দেন জহুরুলকে। পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তারা। ১ রানের জন্য ফিফটি তুলে নিতে পারেননি আশরাফুল। নাজমুল ইসলাম অপু এলবিডব্লিউর ফাঁদে ফেলে সমাপ্তি টানেন তার ১১৭ বলে ৪৯ রানের ইনিংসের। 

৮১তম ওভারে রুয়েল মিয়া সুমনের বলে বোল্ড হয়ে গেলে ষষ্ঠ উইকেট হারায় পূর্বাঞ্চল। দিনের বাকি পাঁচ ওভার নাঈম হাসানকে সঙ্গে নিয়ে নিরাপদেই পার করেন জহুরুল। আলোকস্বল্পতার কারণে এরপর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। দিনের শেষে জহুরুলের সেঞ্চুরি হওয়া নিয়ে খানিক উত্তেজনা ছড়িয়েছিল। তবে তিনি ঝুঁকি না নিয়ে খোলসে ঢুকে পড়ায় সেটা আর হয়নি এদিন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago