ইউসুফের ১৬ বছরের রেকর্ড ভাঙলেন বাবর, টপকালেন পন্টিংকেও

ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে তিনবার পঞ্চাশ পেরোলেও সেগুলো সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি বাবর আজম। সেই আক্ষেপ নিউজিল্যান্ডের বিপক্ষেই ঘুচিয়ে ফেললেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। পাকিস্তান অধিনায়ক ঝুলিতে পুরলেন একাধিক রেকর্ডও। ভাঙলেন স্বদেশি মোহাম্মদ ইউসুফের রেকর্ড। টপকে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও।   

এতদিন ইউসুফের ২৪৩৫ রানই ছিল এক পঞ্জিকাবর্ষে কোনো পাকিস্তানি ব্যাটারের করা সর্বোচ্চ রান। ২০০৬ সালে সব সংস্করণ মিলিয়ে এই কীর্তি গড়েছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। সোমবার কিউইদের বিপক্ষে করাচিতে প্রথম ইনিংসে ব্যক্তিগত ১৩ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই রেকর্ড নিজের করে নেন বাবর। দিনশেষে ১৬১ রানে অপরাজিত থাকা এই ব্যাটার ফিফটি পার করে ছাঁপিয়ে যান পন্টিংকেও।

চলতি বছরে এটি ছিল বাবরের ২৫তম পঞ্চাশোর্ধ ইনিংস। ২০০৫ সালে ২৪ বার পঞ্চাশ বা এর বেশি রানের ইনিংস খেলেছিলেন সাবেক অজি অধিনায়ক পন্টিং। এতদিন সেটাই ছিল এক বছরে সর্বোচ্চ পঞ্চাশ বা এর বেশি রানের ইনিংস খেলার কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে সেই রেকর্ডও নিজের করে নেন বাবর।

২০২২ সালে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে মোট ২৫৮৪ রান করেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার সামনে রয়েছে ২০১৮ সালে ভারতের বিরাট কোহলির করা ২৭৩৫ রান টপকে যাওয়ার সুযোগও। সেজন্য এই টেস্টে আরও ১৫১ রান করতে হবে বাবরকে। 

অপরাজিত ১৬১ রানের অনবদ্য ইনিংসে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর। সাদা পোশাকে চলতি বছরে জো রুটের ১০৯৮ রানকেও এই ইনিংস খেলার পথে টপকে যান বাবর। ফলে টেস্ট ক্রিকেটে ২০২২ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন এই ব্যাটার।

চলমান করাচি টেস্টের প্রথম দিনে বাবর ও তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফেরা উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদ ছাড়া বড় রানের দেখা পাননি আর কেউই। ৮৬ রান করে সরফরাজ এজাজ প্যাটেলের শিকার হয়ে ফিরে গেলেও বাবর ঠিকই তুলে নেন সেঞ্চুরি। তাদের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে ৫ উইকেটে ৩১৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago