শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে রুটের পাশে ওয়ার্নার

David Warner
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে শততম টেস্টে এর আগে সেঞ্চুরি ছিল কেবল রিকি পন্টিংয়ের। তার রান ছাড়িয়ে ডেভিড ওয়ার্নার গড়ে ফেললেন আরেক কীর্তি। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।

মঙ্গলবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে কীর্তির আলোয় নিজেকে রাঙান ওয়ার্নার। ২৫৪ বলে ১৬ চার, ২ ছক্কায় করেন ২০০ রান। ডাবল সেঞ্চুরি পুরো করার পরই অবশ্য পেশির টানে মাঠ ছাড়তে হয় তাকে।

টেস্টে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ওয়ার্নারসহ মোট দশজন। ১৯৬৮ সালে প্রথম এই নজির গড়েন ইংল্যান্ডের কলিন ক্রাউন্ডে। পরে এই তালিকায় একে একে নাম উঠে পাকিস্তানের জাভেন মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম উল হক, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ইংল্যান্ডের জো রুটের।

এরমধ্যে পন্টিং নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। যা আর কার নেই।  তবে গত বছরের আগ পর্যন্ত ডাবল সেঞ্চুরি ছিল না কারো। ভারতের বিপক্ষে চেন্নাইতে রুট নিজের একশোতম টেস্টে খেলেন ২১৮ রানের ইনিংস।

ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পাশে এবার বসলেন অজি ওপেনার ওয়ার্নার।  ৩৬ পেরুনো বাঁহাতি ব্যাটার পেশির টান সামলে ম্যারাথন ইনিংস রূপ দেন দ্বিশতকে। নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। শততম ওয়ানডে ও টেস্টে তিন অঙ্ক স্পর্শের রেকর্ড এতদিন ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের। ওয়ার্নার এদিন তাকেও স্পর্শ করলেন। 

ওয়ার্নারের সেরা দিনে উড়ছে তার দল অস্টেলিয়াও। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৯ রানে আটকে দেওয়ার পর বিশাল রানের বোঝা চাপিয়ে দিচ্ছে তারা। দ্বিতীয় দিন শেষে  ৩ উইকেটে ৩৮৬ রান করে ফেলেছে তারা। লিড হয়ে গেছে ১৯৭ রানের।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

20m ago