বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর জায়গা হারালেন ধাওয়ান

বাজে ফর্মের কারণে বাদ পড়ার শঙ্কায় ছিলেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রানে ফিরতে পারেননি অভিজ্ঞ শেখর ধাওয়ান। সেই সিরিজেই আবার ডাবল সেঞ্চুরি দিয়ে মাত করে দেন ইশান কিশান। অনুমিতভাবেই তাই নাম কাটা পড়েছে ধাওয়ানের।
বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তাতে বড় খবর ধাওয়ানের বাদ পড়া। এই সিরিজ থেকে বিশ্রামে দেওয়া হয়েছে উইকেট কিপার ব্যাটার রিশভ পান্তকে। টি-টোয়েন্টিতে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, অভিজ্ঞ তারকা বিরাট কোহলিকে। বিয়ের ছুটিতে থাকায় কোন দলেই নেই লোকেশ রাহুল।
চলতি বছর ওয়ানডেতে স্রেফ ৩৪ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে রান করেন ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেন স্রেফ ১৮ রান। ৩৭ পেরুনো ওপেনার তাই আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা নিজের শেষই দেখে ফেলছেন।
রোহিত না থাকায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তার ডেপুটি করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ওয়ানডেতে রোহিতই অধিনায়কত্ব করবেন। তার ডেপুটি হার্দিক।
আগামী ৩ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার সিরিজ। ৫ জানুয়ারি পুনেতে দ্বিতীয় ও ৭ জানুয়ারিতে রাজকোটে হবে তৃতীয় ম্যাচ। ১০ জানুয়ারি প্রথম ওয়ানডে হবে গৌহাটিতে, ১২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচের ভেন্যু কলকাতা। ১৫ জানুয়ারি থিরুবানপুরমে হবে শেষ ম্যাচ।
ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দিপক হুডা, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভাম মাভি, মুকেশ কুমার।
ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান হিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং।
Comments