ম্যাচের মাঝেই ছন্দে থাকা অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদ শুনল অস্ট্রেলিয়া

আগের দিন আনরিক নরকিয়ার বলে আঙুলে চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন। ব্যাটিং ছেড়েও বেরিয়ে যেতে হয় তাকে। তৃতীয় দিনে আবার তিনি ব্যাট করতে নেমে তুলে নিয়েছেন ফিফটিও। তবে এরমধ্যে এই অজি অলরাউন্ডার পেলেন দুঃসংবাদও। আঙুলের হাড়ে চিড় ধরায় সিডনি টেস্টে খেলা হচ্ছে না তার।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন গ্রিন। ১০.৪ ওভার বল করে ২৭ রানে তুলেন ৫ উইকেট।
ব্যাট হাতেও তার দিকে তাকিয়ে ছিল দল। দ্বিতীয় দিনের শেষ সেশনে ২ রানে থাকতে নরকিয়ার একটি বল ছোবল মারে হাত হাতে। মারাত্মক চোটে বেরিয়েও যান। পরে হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয় গ্রিনের ডানহাতের তর্জনি আঙুলে। সেই রিপোর্টে তার জন্য নিয়ে আসে খারাপ খবর।
চলতি বক্সিং ডে টেস্টে দলের প্রয়োজনে ব্যাট করতে পারলেও বল করতে পারবেন না গ্রিন। খেলতে পারবেন না সিডনিতে নতুন বছরের প্রথম টেস্টেও।
এমনিতে সময়টা দারুণ কাটছিল গ্রিনের। মাঠে ব্যাটে-বলে নিয়মিতই জ্বলে উঠছিলেন তিনি। কদিন আগে আইপিএলের নিলামে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সাদা বলের পাশাপাশি লাল বলেও এই অলরাউন্ডার দেখাচ্ছেন নিজের সামর্থ্য।
পেস বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতার পাশাপাশি ব্যাট হাতে রাখেন অবদান। চলমান টেস্টে ৫ উইকেট নেওয়ার পর ফিফটি করে দলের লিড নিয়ে যাচ্ছেন পাহাড়সম অবস্থায়। নিজে ম্যাচ থেকে ছিটকে গেলেও দলকে নিয়ে যাচ্ছেন নিরাপদে।
Comments