বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দলে জাতীয় দলের তিন ক্রিকেটার

জানুয়ারিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে নারীদের বয়সভিত্তিক এই ক্রিকেটীয় মহাযুদ্ধ। বৃহস্পতিবার এই টুর্নামেন্ট উপলক্ষে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে খেলা তিন ক্রিকেটারও আছেন এই দলে।
বিশ্বকাপে দিশা বিশ্বাস নেতৃত্ব দেবেন টাইগ্রেসদের। সহ অধিনায়ক হিসেবে থাকছেন স্বর্ণা আক্তার। মূল স্কোয়াডে রাখা হয়েছে ১৫ জনকে, চার জন ক্রিকেটার আছেন স্ট্যান্ডবাই তালিকায়। আগামী এক জানুয়ারি (রোববার) জোহানসবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী দল। মূল আসর শুরুর আগে ক্যাম্প করার পাশাপাশি কয়েকটি অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশের দলটি।
দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, 'আমরা যে দলটা দিয়েছি তারা বিগত দুই বছর ও তার আগে থেকেই একসঙ্গে আছে। তাদের মধ্যে দারুণ টিম স্পিরিট ও বোঝাপড়া রয়েছে।'
১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা করে নেওয়া চার ক্রিকেটার দিশা, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার এর জাতীয় দলের সঙ্গে করেছেন নিউজিল্যান্ড সফর। ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষেও একটি সিরিজ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, সবকটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল তারা।
সব মিলিয়ে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী মঞ্জুরুল, 'আমি আত্মবিশ্বাসী নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই দলটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।'
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া , মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাই: সুর্বণা কর্মকার, নিশিতা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।
Comments