ফের আফগানিস্তানের নেতৃত্বে রশিদ

Rashid Khan
আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন রশিদ খান। তার বদলে টানা দুটি কুড়ি ওভারের বিশ্বকাপে অধিনায়কত্ব করেন মোহাম্মদ নবি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর পদ ছেড়ে দেন নবিও। এবার আবার টি-টোয়েন্টির নেতৃত্বে রশিদকে ফিরিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রশিদকে অধিনায়ক করার কথা জানায় এসিবি। এসিবি চেয়ারম্যান মিরওয়াজ আশরাফ বলেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকার হাত ধরে দল এক ধাপ উপরে যাবে, 'আফগানিস্তানের ক্রিকেটে রশিদ খান বিশাল নাম। বিশ্বজুড়ে খেলার তার বিপুল অভিজ্ঞতা আছে। আশা করি সে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'

নেতৃত্ব পাওয়া রশিদ জানান নতুন যাত্রায় দেশকে গর্বিত করতে চান তিনি, 'নেতৃত্ব বিশাল এক দায়িত্ব। দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেও আমার ছিল। আমাদের দলে দারুণ সব প্রতিভা আছে, সবার সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। আমি স্বস্তি বধ করব। আমরা এক হয়ে জাতির জন্য গর্ব নিয়ে আসতে চাই।'

২০১৯ বিশ্বকাপের পর নেতৃত্ব পেয়েছিল রশিদ। সব সংস্করণে আফগানিস্তানকে ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ জয় এনে দিয়েছেন এই লেগ স্পিনার। ২০২১ সালে জুন মাসে পারফরম্যান্সে প্রভাব হওয়ার শঙ্কায় তিনি বোর্ডকে টি-টোয়েন্টির নেতৃত্ব না নেওয়ার কথা জানান। ২০২১ বিশ্বকাপে তবু তাকেই অধিনায়ক করেছিল এসিবি। কিন্তু তিনি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

রশিদের ছেড়ে দেওয়া দায়িত্ব নিয়ে টানা দুই বিশ্বকাপে দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি নবি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর তাই সরে দাঁড়ান তিনি।

আগামী ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে সিরিজ দিয়ে শুরু হবে রশিদের নতুন দফার যাত্রা। 

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

1h ago