উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

Mehidy Hasan Miraz
স্মরণীয় ইনিংসের পথে মেহেদী হাসান মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের হয়ে বছরটা দারুণ কেটেছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সব সংস্করণেই আলো ছড়িয়েছেন। তবে ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে নজরকাড়া, সেই স্বীকৃতিও মিলছে।ক্রিকেটের বাইবেল নামে খ্যাত উইজেডের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। 

২০২২ সালে ব্যাটে-বলে ঝলক দেখান মিরাজ। আফগানিস্তান, ভারতের বিপক্ষে অবিশ্বাস্য পরিস্থিতি থেকে দলকে জেতানোর নায়ক হন তিনি।

এই বছর ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড় ও আর ৫.৪৪ ইকোনমিতে ২৪ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে আছে ম্যাচ জেতানো দারুণ কীর্তি। ৬৬ গড়ে তিনি করেছেন ৩৩০ রান। 

উইজডেনও বলছে তেমন কথা,  'মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটকে এনে দিয়েছেন অন্যতম গর্বের মুহূর্ত। ওয়ানডে সিরিজে তার নৈপুণ্যে ভারতকে হারায় বাংলাদেশ।'

'ওই সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিরাজ। অপরাজিত ৩৮ রান করে প্রথম ম্যাচে জেতানোর পর ৬৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন। করেন ঝড়ো এক সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে তাকে ঝলক দেখাতে দেখা যায়।'

ভারতের বিপক্ষে মিরাজের ৮৩ বলের সেঞ্চুরিকে উইজডেন বছরের সেরা পাঁচ ওয়ানডে ইনিংসের মধ্যেও রেখেছে।

উইজেডেনের বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের আছেন দুইজন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল: ট্রেভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম-উল-হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড), রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজেরি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago