খেলতে হবে খেলোয়াড়দেরই: কোচ প্রসঙ্গে মিরাজ

বছরের শুরুতেই টাইগার কোচের বদল আনতে যাচ্ছে বিসিবি। কারণ সদ্যই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। অথচ চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তবে কোচের পরিবর্তনে বিশ্বকাপ প্রস্তুতি কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না মেহেদী হাসান মিরাজ। মাঠে মূল কাজটা খেলোয়াড়দেরই করতে হবে বলে জানান এ অলরাউন্ডার।   

যদিও বিশ্বকাপ ওয়ানডে সংস্করণে, তারপরও খেলা যেহেতু সাদা বলে, তাই প্রস্তুতিটা বিপিএল থেকেই শুরু করতে চান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই মানসিকভাবে নিজেদের প্রস্তুত করার তাগিদ দিচ্ছেন এ অলরাউন্ডার।

ফরচুন বরিশালের হয়ে অনুশীলনের ফাঁকেই মিরাজ জানালেন, '২০২৩ সালে অবশ্যই আমাদের বড় ইভেন্ট আছে। সেটা বিশ্বকাপ। অবশ্যই বিশ্বকাপকে ঘিরে আমাদের সব পরিকল্পনা করা হবে। আমি নিজেকে ওইভাবেই মানসিকভাবে প্রস্তুত করবো যে, কিভাবে আরও উন্নতি করা যায়।'

'বিশ্বকাপ ভারতে হবে। তার আগে আমাদের অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। বিশ্বকাপটা বড় ইভেন্ট। সেজন্য ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। আমরা যদি এখন থেকেই প্রস্তুতি নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। যে ধারাবাহিকতা নিয়ে আমরা খেলে এসেছি সেটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে টিমের জন্য অবশ্যই ভালো হবে,' বলেন এ অলরাউন্ডার।

তবে আলোচনাটা এখন কোচ নিয়েই। তবে প্রস্তুতিতে কোচের তেমন ভূমিকা দেখছেন না মিরাজ, 'খেলোয়াড় হিসেবে সবাই কিন্তু নিজের প্রস্তুতি, নিজের সম্পর্কে জানে। আমি নিজেকে কীভাবে ইম্প্রুভ করবো কিংবা নিজের প্রস্তুতিটা কি। আলটিমেটলি খেলতে হবে কিন্তু খেলোয়াদেড়ই। এবং ভালো খেলতে হবে খেলোয়াড়দের। তাদের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ।'

'নিজেদের বেসিক এবং স্ট্রং যে জায়গাগুলো আছে সেগুলো আর স্ট্রং করতে হবে। আমাদের ল্যাকিংস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো এই ঘরোয়া প্রতিযোগিতার ভেতরে। এরপর নতুন যারা আসবে (কোচ) তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সাজাবে। সেখানে আমরা আমাদের থিংকসগুলো (ভাবনা) দেব কিভাবে খেলতে পছন্দ করি বা আমাদের কোন জায়গায় কি প্রবলেম। এটা একটা কম্বিনেশনের ব্যাপার,' যোগ করেন মিরাজ।

গুঞ্জন রয়েছে বাংলাদেশ জাতীয় দলে আবার ফিরতে যাচ্ছেন চন্দ্রিকা হাতুরুসিংহে। এই কোচের অধীনেই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল মিরাজের। তাকে বেশ পছন্দও করেন এ লঙ্কান কোচ। তাই স্বাভাবিকভাবেই কিছুটা প্রাধান্য পেতে পারেন এ অলরাউন্ডার।

তবে এ সকল বিষয় নিয়ে ভাবছেন না মিরাজ, 'ওর আন্ডারে আমার ডেব্যু হয়েছিল… এন্ড অব দ্য ডেতে আমাকে কিন্তু পারফর্ম করতে হবে। আমি যদি পারফর্ম করতে না পারি তাহলে কিন্তু খেলতে পারবো না যে কোচই আসুক না কেন। এখানে পারফর্ম করেই খেলতে হবে। পছন্দ করুক না করুক সেটা ব্যাপার না। কোচ খেলোয়াড়কে পছন্দ করে যখন কেউ পারফর্ম করে।'

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago