বিশ্বকাপের আগে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ
চলতি বছরের শেষভাগে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। সেকারণে বিশ্ব আসরের আগে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপও ফিরিয়ে আনা হচ্ছে ৫০ ওভারের সংস্করণে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।
২০২৩ ও আগামী ২০২৪ পঞ্জিকাবর্ষের এশিয়ার ক্রিকেট টুর্নামেন্টগুলো আয়োজনের সময় জানিয়ে দিয়েছেন জয়। নিজের স্বীকৃত টুইটার অ্যাকাউন্টে একটি ছবির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব। তবে এশিয়া কাপ কোন মাসে আয়োজিত হবে তা জানালেও আসরের ভেন্যু বা সূচি জানাননি তিনি। যদিও আসরটি পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে।
আগামী এশিয়া কাপও অনুষ্ঠিত হবে ২০২২ সালের সবশেষ আসরের পদ্ধতিতে। প্রথম পর্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে ছয়টি দল। গ্রুপ 'এ'তে রয়েছে ভারত, পাকিস্তান ও শিরোপাধারী শ্রীলঙ্কা। গ্রুপ 'বি'তে আফগানিস্তান ও বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোর। সেখানে আবার যে দুটি দল পয়েন্ট তালিকার প্রথম দুই অবস্থানে থাকবে, তারা খেলবে ফাইনাল।
পাকিস্তানে এশিয়া কাপ হলে তাতে অংশ নেবে না ভারত, এমনটা আগেই জানিয়ে দেয় তাদের ক্রিকেট সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। কারণটা সবারই জানা, দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক বৈরিতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা সেসময় হুমকি দিয়েছিলেন যে, আয়োজক হতে না দেওয়া হলে এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবেন তারাও।
এশিয়া কাপের সবশেষ আসরের ফাইনালে পাকিস্তানকে ২৩ রাতে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে গড়িয়েছিল টুর্নামেন্টটি। দলগুলোর প্রস্তুতির জন্য সেবার ২০ ওভারের সংস্করণে আয়োজিত হয়েছিল এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।
Comments