ব্র্যাডম্যানকে টপকে গেলেন স্মিথ, ডাবল সেঞ্চুরির পথে খাওয়াজা
উসমান খাওয়াজা ও মারনাস লাবুশেনের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিলেন খাওয়াজা। শতকের দেখা পেলেন স্টিভেন স্মিথও, নাম লেখালেন রেকর্ড বইয়ে। তিনি টপকে গেলেন প্রয়াত অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে বিশাল সংগ্রহের পথে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রান। ৩৬৮ বলে ক্যারিয়ারসেরা ১৯৫ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির দিকে ছুটছেন খাওয়াজা। তার ব্যাট থেকে এসেছে ১৯ চার ও ১ ছক্কা।
চা বিরতির আগে আনরিখ নরকিয়াকে চার মেরে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরির দেখা পান স্মিথ। এর মাধ্যমে তিনি টপকে যান ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির কীর্তিকে। চতুর্থ অজি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৩০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন সাবেক অজি অধিনায়ক। স্মিথের আগে ক্যাঙ্গারুদের হয়ে এই নজির আছে রিকি পন্টিং (৪১), স্টিভ ওয়াহ (৩২) ও ম্যাথু হেইডেনের (৩০)।
দ্বিতীয় দিনেও প্রোটিয়া বোলারদের হতাশা উপহার দেয় স্বাগতিকরা। এদিনও হানা দিয়েছিল বৃষ্টি, তবে কাটা গেছে মাত্র ছয় ওভার। ৮৪ ওভার ব্যাট করে মাত্র ২ উইকেট হারায় অজিরা।
প্রথম দিনের ২ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। এদিন প্রথম সাফল্য পেতে দেড় সেশনেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে সফরকারীদের। খাওয়াজার সঙ্গে ২০৯ রানের জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান স্মিথ। তবে সেঞ্চুরি হাঁকানোর পরের ওভারেই কেশব মহারাজ তুলে নেন তাকে। ১৯২ বলে ১০৪ রান করে এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ।
পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেডও দারুণ সঙ্গ দেন খাওয়াজাকে। দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। সেঞ্চুরির দিকে ছুটছিলেন হেডও। কিন্তু ১২৯তম ওভারে পেসার কাগিসো রাবাদাকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লে সমাপ্তি ঘটে তার ৭০ রানের ইনিংসের। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৫৯ বলে ৮ চার ও ১ ছয় মারেন তিনি।
দিনের বাকিটা সময় রেনশকে নিয়ে নিরাপদেই পার করেন খাওয়াজা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে আর মাত্র ৫ রান দূরে রয়েছেন তিনি। তার সঙ্গে ক্রিজে থাকা ম্যাট রেনশ তৃতীয় দিন শুরু করবেন ৫ রান নিয়ে।
Comments