চুক্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় শ্রীরাম
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে প্রাথমিকভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিন মাসের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে খেলে টাইগাররা। আর বিশ্বকাপে সেরা সাফল্যই অর্জন করে বাংলাদেশ। ফলে তাকে আবারও দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার ঢাকায় এসেছেন শ্রীরাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচের সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাকে দেখা গিয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্সে। জানা গেছে চুক্তি নিয়ে আলোচনা করতেই ঢাকায় এসেছেন তিনি।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, 'শ্রীরাম আজ সকালে এসেছে, বোর্ডের সাথে আলাপ আলোচনা করতে, বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখলো, এখনো পর্যন্ত আলোচনার মধ্যেই আছে। সে তো আইপিএলের কোচ, অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। কাল সে চলে যাবে, আবারো আসবে ২৫ জানুয়ারি, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।'
শ্রীরামের অধীনে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি জিতেছে বাংলাদেশ হেরেছে ৯টি ম্যাচে। তবে দলের উন্নতি দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্রিকেটাররাও বিশেষ করে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সহ অনেকেই পছন্দ করেছেন তার দর্শন। আগামী শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে শ্রীরামের।
Comments