মাইলফলকের দিকে ছুটে যাওয়ার তীব্রতা বোধ করেন না কোহলি

Virat Kohli
খেলার ভেতর মাঠে প্রবেশ করে কোহলির পায়ের কাছে এক ভক্ত

বিরাট কোহলি তার ক্যারিয়ার পরিসংখ্যান যেখানে নিয়ে গেছেন, বড় রান পেলেই ঘাটাঘাটি শুরু হয় রেকর্ডের খাতা। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও হলো তেমনটি। একটি রেকর্ডে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়েছেন, বড় আরেকটি মাইলফলক অপেক্ষায় আছে তার সামনে। তবে এসব নিয়ে তার ভেতরে নেই তীব্রতা।

রোববার থিরুভানান্থাপুরামে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে দেয় ভারত। তাতে বড় অবদান কোহলির ১১০ বলে ভারতের সেরা ব্যাটার খেলেন ১৬৬ রানের ইনিংস। ওয়ানডেতে তুলে নেন ৪৬তম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে দশ সেঞ্চুরিতে ছাড়িয়ে যান শচিনকে।

ওয়ানডেতে কোন এক দেশের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কেবল কোহলির। ওয়ানডে সর্বোচ্চ সেঞ্চুরি থেকেও তিনি নেই বেশি দূরে। আর তিনটি সেঞ্চুরি করলে স্পর্শ করে ফেলবেন গ্রেট শচিনকে। চারটি করলে সেঞ্চুরির অর্ধশতকের পাশাপাশি উঠবেন নতুন চূড়ায়।

তবে ম্যাচ শেষে কোহলি জানালেন, খেলতে নামলে দলের কথা ভেবে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা থাকে তার। সেখানে থাকে না মাইলফলক নিয়ে তীব্রতা,  'যখনই বিরতি থেকে ফিরি আমি ভালো অনুভব করতে থাকি। এবং কোন মাইলফলকের দিকে ছুটতে আমার ভেতরে তীব্রতা নেই।'

'আমি এমনভাবে খেলতে চাই যেভাবে খেললে নির্ভার থাকতে পারি। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজ (গতকাল) ব্যাট করে আমি খুব আনন্দ পেয়েছি। ওই স্পেসে আমি আমার সেরা ক্রিকেট খেলতে পেরেছি।'

আগের দুই বছর তার কেটেছে হতাশায়। নিজের সেরা ছন্দে ছিলেন না। নতুন বছরের শুরুটা হলো একদম ভিন্ন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে পেয়ে গেলেন দুই সেঞ্চুরি। ইনিংস টেনে নিয়ে খেললেন বড় ইনিংস। সময়ের সেরা ব্যাটার মনে করেন ঠিকঠাক ইন্টেন্ট থাকলে ফল আসতে বাধ্য,

'আমি যে ইন্টেন্ট নিয়ে খেলি এটা তারই ফল। মাইন্ডসেট থাকে দলকে যতপারি অবদান রাখার। যত বেশি ব্যাট করা যায় শক্ত অবস্থানে থেকে, সেটাই থাকে লক্ষ্য। আমরা বরাবরই ঠিক লক্ষ্য নিয়ে খেলি। দলকে যতটা সম্ভব সাহায্য করতে চাই।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago