স্পিরিট উঁচুতে আছে, কৃতজ্ঞতা জানিয়ে বললেন পান্ত 

Rishabh Pant

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর শঙ্কার দোলাচলে কঠিন সময় পার হচ্ছে রিশভ পান্তের। তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সূত্রে খবর এলেও পান্তের কোন প্রতিক্রিয়া মিলছিল না। অবশেষে পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সংকটকাল পার হতে নিজের মনের শক্ত অবস্থার কথাও জানান দেন ভারতের এই কিপার ব্যাটার। 

গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে নিজের বাড়িতে ফেরার পথে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে পান্তের গাড়ি। সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়। বিধ্বস্ত অবস্থা থেকে এক বাস চালকের সহায়তায় উদ্ধার হয়ে বেঁচে যান তিনি। হাসপাতালে ভর্তির পর দেখা যায় তার হাঁটুর তিনটি লিগামেন্টই চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। আঘাত আছে আরও অনেক জায়গায়। 

প্রথম দফায় অস্ত্রোপচারে দুটি লিগামেন্ট জোড়া দেওয়া পর কিছুটা সুস্থ বোধ করছেন এই তারকা। সোমবার ইন্সটাগ্রামে এক পোস্টে মানুষের ভালোবাসার সাড়া দেন তিনি,  'সবাই আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। সবাইকে জানাচ্ছি আমার সার্জারি সফল হয়েছে। আমি সেরে উঠার পথে আছি। আমার স্পিরিট উঁচুতে আছে। প্রতিদিনই আমি ভালো অনুভব করছি। এই কঠিন সময়ে আপনারা যারা আমাকে সমর্থন যুগিয়ে গেছেন, ইতিবাচক শক্তি যুগিয়েছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।' 

পান্তের হাঁটুতে করা হবে আরেকটি অস্ত্রোপচার। শারীরিকভাবে সুস্থ হতে তার লেগে যেতে পারে ছয় মাস। এরপর খেলার মতো ফিট হতে পার হয়ে যাবে পুরো বছর। পান্ত তাই আগামী আইপিএল ও ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন না। 

এই ক্রিকেটারের দুঃসময়ে পাশে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। দিল্লি না খেলার পরও চুক্তির ১৬ কোটি রুপি দিচ্ছে পান্তকে। কেন্দ্রীয় চুক্তি থেকে পুরো পাঁচ কোটি রুপিও পাচ্ছেন তিনি। 

পান্তকে মনে করা হয় ভারতের সময়ের অন্যতম সেরা তারকাদের একজন। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে কিপার ব্যাটার হিসেবে নিজের খেলা অন্য ধাপে নিয়ে গেছেন তিনি। আগামী বেশ কিছু দিন এই তারকার অভাব বোধ করবে ভারত। 
 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago