ভেন্যু পরিদর্শনে চট্টগ্রামে ইংল্যান্ডের প্রতিনিধি দল 

England  representative
চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন শেষে ফিরছেন ইংল্যান্ডের প্রতিনিধিরা। ছবি: সংগ্রহ

বিপিএলের পর পরই শুরু হয়ে যাবে ইংল্যান্ড সিরিজের তোড়োজোড়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল। তার আগে দুই ভেন্যু পরিদর্শন করতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। 

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান ইংল্যান্ডের প্রতিনিধিরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, হোটেল রেডিসন পরিদর্শন করে তারা ফিরবেন ঢাকায়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক বিষয় ঘুরে দেখে নিজ দেশে চলে যাবেন তারা। 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, রুটিন কাজের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তারা,  'এটা ওদের রুটিন ওয়ার্ক, প্রত্যেক সিরিজের আগে এভাবে তারা ভেন্যু আর ফেসিলিটিজ কি আছে সেগুলো পরিদর্শন করে থাকেন। সামনে যেহেতু বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আছে তাই তারা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এসেছে। এর আগেও কয়েকবার তারা এসেছিল। সোমবার ঢাকার এসে আজ চট্টগ্রাম ভেন্যু পরির্দশন করেছে। ঢাকার ভেন্যু পরিদর্শন করে তারা দুই একদিনের মধ্যে চলে যাবেন।'

বিপিএল শেষ হওয়ার চারদিন পর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। ১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৩ মার্চ একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই ম্যাচ আবার হবে মিরপুরে। 

ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তবে বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই ২০২৩ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় পয়েন্টের জন্য তা আর গুরুত্বপূর্ণ না। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ডের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।   ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এবারও স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago