টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যেই রাখল বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ব্যাটিংয়ের শুরুটা জুতসই না হলেও তারা থাকল ঠিক পথে। যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে টানা তৃতীয় জয়ে যুব টাইগ্রেসরা হলো গ্রুপ চ্যাম্পিয়ন।
বুধবার বেনোনিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান তোলে আমেরিকানরা। এরপর ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে ১০৪ রান করে জয় নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।
তিন ম্যাচে বাংলাদেশের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। এর আগে তারা জিতেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে। 'এ' গ্রুপ থেকে আসরের সুপার সিক্সে তাদের সঙ্গী হয়েছে ওই দুই দলই। তিন ম্যাচে অজিদের পয়েন্ট ৪। সমান ম্যাচে লঙ্কানরা পেয়েছে ২ পয়েন্ট। সবকটিতে হেরে নারী যুব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া যুক্তরাষ্ট্রের নামের পাশে কোনো পয়েন্ট নেই।
আমেরিকানদের ইনিংসে প্রথম ধাক্কা দিতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। চতুর্থ ওভারেই ওপেনার লাসিয়া মুল্লাপুড়ি ফেরেন সাজঘরে। অধিনায়ক দিশা বিশ্বাসের বলে আসরাফি ইয়াসমিন অর্থির হাতে ক্যাচ দেন তিনি। ১২ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে।
দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিশা ঢিংড়া ও স্নিগ্ধা পাল। আঁটসাঁট থেকে তাদেরকে রানের চাকায় দম দিতে দেননি বাংলাদেশের বোলাররা। ১৫তম ওভারে ঢিংড়া রানআউট হয়ে ফিরলে বিচ্ছিন্ন হন দুজন। মন্থর ব্যাটিংয়ে ৩৯ বলে ২০ রান করেন তিনি।
পরের বলেই স্নিগ্ধাকে বোল্ড করে দলকে উল্লাসে মাতান ডানহাতি পেসার দিশা। ৩৭ বল মোকাবিলায় ২৬ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ৬৮ রানে ৩ উইকেট খুইয়ে ফেলে যুক্তরাষ্ট্র। তাদের সংগ্রহ শতরান পেরোয় ইসানি বাগেলা ও অধিনায়ক গিতিকা কোড়ালির ব্যাটে।
৩৫ রানের জুটির অবসানে ইনিংসের শেষ বলে মারুফা আক্তারের শিকার হন কোড়ালি। বাংলাদেশ জাতীয় দলে খেলা পেসার তার স্টাম্প ভেঙে দেন। ১৬ বলে ১৬ রান করেন তিনি। বাগেলা ১৭ বলে ১৭ রানে অপরাজিত থেকে যান।
অতিরিক্ত খাত থেকে ১৯ রান পায় যুক্তরাষ্ট্র। নইলে তাদের পুঁজি একশ ছুঁতেও পারত না। ম্যাচসেরা দিশা একটি মেডেনসহ ২ উইকেট নেন ১৩ রানে। ১ উইকেট দখল করতে মারুফার খরচা ১৭ রান। উইকেট না পেলেও লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে দেন ১৪ রান।
সহজ লক্ষ্য তাড়ায় দুই ওপেনারকে দ্রুত হারায় বাংলাদেশ। সুমাইয়া আক্তার ১২ বলে ১০ ও আফিয়া প্রত্যাশা ১০ বলে ৭ রান করেন। উভয়েই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। স্কোরবোর্ডে ২১ রান যোগ হতে পড়ে যায় ২ উইকেট।
তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটিতে চাপ সামলে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে দ্রুতগতিতে এগোতে থাকেন স্বর্ণা আক্তার। তবে আগের ম্যাচে ফিফটি করা ব্যাটারকে থামতে হয় ২২ রানে। ১৪ বলের ইনিংসে ২ চার ও ১ ছয় মারেন তিনি।
সঙ্গী হারিয়ে উইকেটে টেকেননি দিলারা আক্তার। ২ চারে ১৫ বলে ১৭ রানে আউট হন উইকেটরক্ষক-ব্যাটার। ফলে দশম ওভারে ৬৪ রানে পতন হয় চতুর্থ উইকেটের। তবে সামনে থাকা রান-বলের সমীকরণ সহজ হওয়ায় চাপ জেঁকে বসতে পারেনি। ধীরেসুস্থে এগিয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ।
দিশা ও মিষ্টি সাহার সঙ্গে যথাক্রমে ২২ ও অবিচ্ছিন্ন ১৮ রানের জুটি গড়েন রাবেয়া। তিনি ২৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। দিশা অফ স্পিনার অদ্বিতীয়া চুদাসামার দ্বিতীয় শিকার হন ১৭ বলে ১০ রান করে। মিষ্টির ব্যাট থেকে আসে ১৩ বলে অপরাজিত ১৪ রান।
Comments