সুজনের বিশ্বাস হাথুরুসিংহে এখন আরও পরিণত
ভারত সিরিজ শেষেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। তখন থেকেই নতুন কোচ খুঁজছে বিসিবি। আলোচনা চলছে সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সঙ্গে। জোর গুঞ্জন আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন তিনি। আর এমনটা হলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কারণ এ সময়ে হাথুরু আরও পরিণত হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
বাংলাদেশ দলে প্রথম দফায় দারুণ সফল ছিলেন হাথুরুসিংহে। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন তিনি। এ সময়ে তার অধীনে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সহ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টাইগাররা প্রথমবারের মতো টেস্ট জয়ের মুখ দেখেছে তার অধীনেই। তাই বেশ কিছু নাম উঠে এলেও হাথুরুর ব্যাপারে ইতিবাচক বিসিবি।
তাই হাথুরু ফিরলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করেন সুজন, 'হাথুরুর ব্যাপারটা আমি সিউর না। তবে হাথুরু এলে ভালো। ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে।'
'ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে,' যোগ করেন সুজন।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করা শ্রীধরন শ্রীরামও ছিলেন আলোচনায়। তাকে নিয়ে সুজন বলেন, 'বিসিবিতে আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা ভালো। আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুইজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।'
এদিকে হাই পারফরম্যান্স, বাংলাদেশ টাইগার্সহ বিসিবির বিভিন্ন ক্যাম্পের সমন্বয়ের দায়িত্বে আসছেন অস্ট্রেলিয়ার ডেভিড মুর। তার নিয়োগকেও দারুণ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সুজন, 'ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা। আমরা ভালো করছি, ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে সাহায্য করবে আরও। ভালো মুভ এটা, আমাদের জন্য ভালো।'
সবশেষে ভারত সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন না সুজন। আবার তাকে জাতীয় দলের সঙ্গে দেখা যাবে কি-না জানতে চাইলে সুজন বলেন, 'এটা সময়ই বলবে। বর্তমানে আমি নেই, গত সিরিজে আমি ছিলাম না এমনিতেও। জানি না, ভবিষ্যতে কী হবে দেখা যাক।'
Comments