আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের মিরাজ

মঙ্গলবার গত বছরের পারফরম্যান্সের আলোকে বছরের সেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে বাংলাদেশের একমাত্র মিরাজই জায়গা পেয়েছেন।

২০২২ সালে বছর জুড়ে একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে নৈপুণ্য দেখানোর ফলও পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি।

মঙ্গলবার গত বছরের পারফরম্যান্সের আলোকে বছরের সেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে বাংলাদেশের একমাত্র মিরাজই জায়গা পেয়েছেন।

মিরাজকে জায়গা দিয়ে আইসিসি লিখেছে, গত বছরে ওয়ানডেতে সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডার ছিলেন মিরাজ। বোলিং তার বরাবরই ভালো, এই সময়ে ব্যাটিংয়ে অনেক উন্নতি ঘটিয়েছেন তিনি। খেলেছেন ম্যাচ ঘোরানো একাধিক ইনিংস।

২০২২ সালে ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে ৪ উইকেট। ব্যাট হাতে ৬৬ গড়ে মিরাজ করেন ৩৩০ রান। ভারতের বিপক্ষে দলের চাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি, আছে একটি ফিফটিও।

বর্ষসেরা ওয়ানডে দলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে অধিনায়ক করে রেখেছে আইসিসি। বাবরই একমাত্র পাকিস্তানি। ভারতের আছেন শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার আছেন দুজন। ট্রেভিস হেড ও অ্যাডাম জাম্পা পেয়েছেন জায়গা। ওয়েস্ট ইন্ডিজের ও নিউজিল্যান্ডেরও দুজন করে খেলোয়াড় ঠাঁই পেয়েছেন এই দলে। দুর্দান্ত পারফর্ম করা জিম্বাবুয়ের সিকান্দার রাজাকেও রেখেছে আইসিসি।

বর্ষসেরা ওয়ানডে একাদশ:

বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

1h ago