ক্রিকেট

খেলায় ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না বুমরাহর

গত বছরের জুলাই মাসে পীঠের চোটে মাঠ ছেড়েছিলেন। এরপর সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি খেলে আবার পড়েন চোটে। আরও লম্বা সময়ের অপেক্ষা বাড়ে জাসপ্রিট বুমরাহর। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরলেও তার ম্যাচ খেলার অবস্থা নিয়ে এখনো আছে সংশয়।
Jasprit Bumrah
ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই মাসে পীঠের চোটে মাঠ ছেড়েছিলেন। এরপর সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি খেলে আবার পড়েন চোটে। আরও লম্বা সময়ের অপেক্ষা বাড়ে জাসপ্রিট বুমরাহর। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরলেও তার ম্যাচ খেলার অবস্থা নিয়ে এখনো আছে সংশয়। দলের সেরা পেসারকে কবে আবার খেলায় পাবেন তা নিশ্চিত করে বলতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুমরাহকে ছাড়া এশিয়া কাপ, বিশ্বকাপের পর চলছে একের পর এক সিরিজ। তার অভাবও টের পাওয়া যাচ্ছে প্রায়। ঘরের মাঠে কদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ সিরিজে নামবে ভারত। চার টেস্টের সিরিজের প্রথম দুটিতে নেই বুমরাহ। পরেরগুলো খেলা নিয়েও শঙ্কা কাটছে না,  মঙ্গলবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এমনটাই জানালেন রোহিত, 'বুমরাহর ব্যাপারটা এই মুহূর্তে আমি নিশ্চিত না। অবশ্যই প্রথম দুই টেস্টে আমরা তাকে পাচ্ছি না। বোলিংয়ের মতন অবস্থা তৈরি করতে আরও কিছুটা সময় দরকার।'

'আমি আশা করছি পরের দুই টেস্টে তাকে পাওয়া যাবে। তাও আবারও বলছি তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না।'

অস্ট্রেলিয়া সিরিজ পরও বছর জুড়ে প্রচুর খেলা আছে ভারতের। বিশেষ করে ঘরের মাঠে আছে ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরের সেই মেগা ইভেন্টের কথা মাথায় রেখেও ডানহাতি এই পেসারকে নিয়ে ভারত হাঁটবে ধীরে চলো নীতিতে, রোহিতের কথায় মিলল সেই আভাস, 'পীঠের চোট খুব ক্রিটিক্যাল। এরপরেও আমাদের প্রচুর খেলা আছে। আমরা দেখব, পর্যবেক্ষণ করব। চিকিৎসক ও ফিজিওর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তাদের আপডেট নিয়মিত পাচ্ছি।'

Comments