আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

একের পর এক হারে যখন বিধ্বস্ত ইংল্যান্ড, তখনই দলের দায়িত্ব নেন বেন স্টোকস। আর দায়িত্ব পাওয়ার পর ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায় ইংলিশরা। সামনে থেকে শুধু দারুণ নেতৃত্বই নয়, ব্যাট-বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। পেলেন তার পুরষ্কার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন এ অলরাউন্ডার।

একের পর এক হারে যখন বিধ্বস্ত ইংল্যান্ড, তখনই দলের দায়িত্ব নেন বেন স্টোকস। আর দায়িত্ব পাওয়ার পর ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায় ইংলিশরা। সামনে থেকে শুধু দারুণ নেতৃত্বই নয়, ব্যাট-বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। পেলেন তার পুরষ্কার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২ সালের বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা এবং কাগিসো রাবাদাকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন ইংলিশ অধিনায়ক।

গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ব্যাট হাতে ৩৬.২৫ গড়ে ৮৭০ রান করেছেন। এ রান করতে স্টোকস চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি সেঞ্চুরিও। স্ট্রাইক রেট ছিল ৭১.২১। আর ৩১.১৯ গড়ে উইকেট নিয়েছেন ২৬টি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেন অসাধারণ এক ইনিংস। প্রথম টেস্টে হারের পর ১০৩ রানের অপরাজিত ইনিংসটিতেই ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বল হাতে ৪ উইকেট নিয়েও রাখেন দারুণ ভূমিকা। সিরিজে তার মোট শিকার ছিল ১০ উইকেট। 

 আর অধিনায়ক হিসেবে ছিলেন অনন্য। তার অধীনে আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকা দলটি ১০ টেস্টে জিতেছে ৯টিতেই। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে তারা। ভারতের বিপক্ষে পিছিয়ে পড়া টেস্ট সিরিজটি শেষ করে ২-২ সমতায়। পাকিস্তানের মাটিতে টেস্টে লিখেছেন ইতিহাস। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে তারা, যা পাকিস্তানে ইংলিশদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজির।

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

48m ago